Iran Hijab Protest: হিজাব পরতে না চাইলেই এবার নিয়ে যাওয়া হবে যন্তরমন্তর ঘরে। সেখানে গিয়ে🐎 করা হবে মগজ ধোলাই! সম্প্রতি এমনই একটি চিকিৎসা কেন্দ্র খোলা হল ইরানে। ইরান সরকারের তরফে এই বিশেষ মনোচিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। যেসব মহিলারা হিজাব পরতে চান না বা হিজাব পরার বিরুদ্ধে মতপ্রকাশ করেন, তাদের ওই চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। ইরানের নারী ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রধান মেহরি তালেবি দারেস্তানি সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই মহিলাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা করা হবে।
আরও পড়ুন - ইন্ডিয়া গেট, তাজমহল উধাও একে একে! দূষণের জেরে দিল্লিতে লম্বা ‘নিখোঁজ’ তা⭕লিকা
বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা!
ইরানের নারী ও পরিবারকল্যাণ মন্ত্রকের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। ইরানের পাশাপাশি বিশ্বের মান🎶বাধিকার সংগঠনগুলিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই ধরনের চিকিৎসা আদতে মহিলাদের ভয় দেখানোর একটি কৌশল। ন্যক্কারজনক এই সিদ্ধান্ত প্রত্যাহ্যারের🍨 দাবিও জানিয়েছে বেশ কিছু মানবাধিকার সংগঠন।
আরও পড়ুন - সাদা পদে ‘কাদা’ বেশি! কো🌃ন কোন সাদা খাবার কম খেলে বাড়বে আয়ু? ধরবে না রোগ
মহিলাদের পোশাক নিয়ে কড়া ফতোয়া
প্রসঙ্গত, ইরানে মহিলাদের পোশাক আশাক নিয়ে কড়া নিয়ম বলবৎ রয়েছে (Iran Hijab Protest)। পশ্চিম এশিয়ার এই দেশে মহিলাদের হিজাব প𒐪রা বাধ্যতামূলক। এছাড়াও, রাস্তায় বেরোলে আঁটোসাঁটো পোশাক পরা নিষিদ্ধ (Iran Hijab Case)। ইরানের প্রাক্তন ধর্মগুরু আয়োতোল্লা খোমেইনির সময় এই সংক্রান্ত ফতোয়া আরও কড়া করা হয়। বর্তমান ♑ধর্মগুরু আয়াতোল্লা খালি খামেনেইও সেই ফতোয়াই বহাল রেখেছেন।
আরও পড়ুন - ২১ দ♐িন বাড়ির রান্না খেয়ে পাল্টে গꩲেল লুক! মেদ ঝরানোর সস্তা ডায়েট বলে দিলেন তরুণী
সাম্প্রতিক ঘটনার জের?
তবে মনের চিকিৎসার জন্য এই বিশেষ কেন্দ্র খোলার নেপথ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাটিই দায়ী বলে মনে করছেন অনেকে। সম্প্রতি পোশাক সংক্রান্ত এই ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 🙈আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দারইয়াই অন্তর্বাস পরে প্রকাশ্যে রাস্তায় হাঁটেন (Iran Hijab Protest Girl)। বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় ইরানের পুলিশ। পরে ইরান প্র✤শাসনের তরফে জানানো হয়, তরুণী মানসিক ভাবে অসুস্থ নন। তাঁকে মানসিক রোগের চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছে বলেও উল্লেখ করে একাধিক সংবাদমাধ্যম।