𓆉 স্কুল যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল একটি পুলকার। ওই গাড়িতে মোট চারজন ছাত্রী ছিল। তারা প্রত্যেকেই আহত হয়েছে। স্থানীয়রাই তাদের হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীদের মধ্যে একজনের আঘাত গুরুতর। জখম হয়েছেন পুলকারের চালকও। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। এই দুর্ঘটনায় পুলকারের চালক–সহ চারজন পড়ুয়া আহত হয়েছে। আহত পড়ুয়াদের উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপা♐তালে নিয়ে যাওয়া হয়।
ঠিক কী ঘটেছে উলুবেড়িয়ায়? স্থানীয় সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার কুশবেড়িয়ায় মুম্বই রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। মুম্বই রোড ধরে পাঁচলা থেকে কুলগাছিয়ার দিকে যাচ্ছিল ওই মারুতি ভ্যান (পুলকার)। গাড়িটি হাওড়ার হেরিটেজ মিশন স্কুলের পুলকার ছিল। সেটা হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বই রোডের ধারে একটি বাতিস্তম্ভের ধাক্কা মারে। আর তার জেরেই পুলকারের সামনে অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলকারের স♏ামনের অংশ ভেঙে চালক–সহ পড়ুয়াদের উদ্ধার করে।
তারপর সেখানে কী ঘটল? এই দুর্ঘটনার পর জ🅺াতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে 👍উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলকারটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পাশের অন্য একটি গাড়িকে পাশ কাটানোর সময়েই পুলকারটি দ✃ুর্ঘটনার মুখে পড়ে। এই পথ দুর্ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, উলুবেড়িয়া ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেই চলেছে। একসপ্তাহ আগেই ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়🐻💟িয়া থানার জোড়া কলতলার কাছে পথ দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়কের পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে তিন মোটরবাইক আরোহী ছিটকে পড়ে। দুর্ঘটনার পর তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।