🐼কল্যাণ-অভি♎ষেক তরজায় নতুন মাত্রা যোগ হল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এলাকায় পোস্টারে ছেয়ে গিয়েছে। যেখানে কল্যাণের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি' নতুন সাংসদ চায়' বলে লেখা রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই কল্যাণ- অভিষেক তরজা নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ꦐড হারবার মডেলের বিরোধিতা করে একের পর এক মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৃণমূলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়। আর তারপরেই কল্যাণের বিরুদ্ধে রবিবার রাতারাতি পোস্টারে ভরে যায়। সকাল হতেই দেখা যায় রিষরা ওয়েলিংটন জুট মিল সহ বিভিন্ন জায়গায় পোষ্টার দিয়ে লেখা হয়েছে 'শ্রীরামপুরে নতুন সাংস🦹দ চায়।'
তবে কারা এই পোস্টার দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার পরে কল্যাণের বিরুদ্ধে সরব হয়েছিলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। ফলে সে ক্ষেত্র♈ে অভিষেকপন্থীরা এই পোস্টার দিয়ে থাকতে পারেন বলে মনে করছে দলের একাংশ। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও বক্তব্য তৃণমূলের কাছ থেকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মতামত নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর ভাইপোর বিরুদ্ধে কল্যাণের বিরোধিতাকে অবশ্য মেনে ন♒িতে পারেনি দলের শীর্ষ নেতৃত্ব। যে কারণে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন কল্যাণকে। প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও কল্যাণকে দিয়েছিলেন তিনি। বিধায়ক থেকে সাংসদ কল্যাণের পাশে কাউকেই দাঁড়াতে দেখা যায়নি। তারপর🍌ও কল্যাণ নিজের অবস্থান বদলাননি।
তবে অবশেষে শীর্ষ নেতৃত্বদের চাপের মুখে পড়ে সুর নরম করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও চন্দননগরের অনুষ্ঠানে শনিবার তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেও অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনও মন্তব্য তাঁর মুখে শোনা যায়নি। তারপরে কল্যাণে বিরুদ্ধে পোস্টার ছেপে অভিষেক-কল্যাণ তরজা অন্যমাত্𓆏রায় পৌঁছতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।