আবার কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল। কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি পাইয়ে 🅷দেওয়ার অভিযোগ তুলে গয়েশপুরে পোস্টার দেওয়া হল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। এই পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পান। অনেকেই তা নিয়ে হাসাহাসি করেন। আবার প্রবীণ এক নাগরিকের উক্তি, ‘ঠিক হয়েছে।’ গয়েশপুরের চেকপোস্ট থেকে এইমস হাসপাতাল যাওয়ার রাস্তায় একাধিক পোস্টারে ছয়লাপ হয়েছে।
পোস্টারের বিষয়বস্তু ঠিক কী? গোটা হাসপাতাল লাগোয়া চত্ত্বরে পোস্টারে ছয়লাপ অবস্থা দেখা গিয়েছে। যেখানে লেখা রয়েছে ‘অম্বিকা রায়ের শাস্তি চাই।’ পোস্টারের নীচের দিকে অম্বিকা রায়ের ছবির সঙ্গে 🃏আরও তিনজনের ছবি দেওয়া রয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও পরে বিধায়কের অনুগামীরা গিয়ে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। তবে এই ঘটনা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিছুদিন আগে কল্যাণী এইমস চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারীর বিরুদ্ধে। গত ৩০ অগস্ট রানাঘাট থানায় চা🐷করি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন জনৈক চাকরিপ্রার্থী।
আর কী অভিযোগ উঠেছিল? বেশ কিছুদিন আগেও কল্যাণী এইমস হাসপাতালে চাকরি কাণ্ডে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকཧদার বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দ🍃ানা, এইমসের ডিরেক্টর রামজি সিং–সহ আরও কয়েকজনের নামে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। এবার একই অভিযোগে নাম উঠল কল্যাণীর বিজেপি 🔴বিধায়কের বিরুদ্ধে।