আশঙ্কাই সত্যি হল। অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় ব্রিগেড থেকে ফিরেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কর্মীরা। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার আমডাঙায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলকর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল൩ দেয়।
রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নি🐼র্বাচনে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তার মধ্যে সব থেকে বেশি চর্চা হয় বারাকপুর থেকে পার্থ ভৌমিককে শাসকদল প্রার্থী করায়। ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং টিকিটের দাবিদার ছিলেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেন তিনি। তখনই সবাই ধরে নিয়েছিল ২৪এর টিকিট নিশ্চিত করেই তৃণমূলে গিয়েছেন অর্জুন। কিন্তু এদিন তাঁকে প্রার্থী না করায় ক্ষোভে ফেটে পড়েন আমডাঙার তৃণমূল কর্মীদের একাংশ।
আরও পড়ুন: 'আগে জানলে…' অর্জুন সিং কি এবার বিজেপিতে ফিরবꦰেন? টিকিট পাননি দাদা,🥀 চলছে বিক্ষোভ
আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, বারাকপুরে অর্জুন সিং কে প্রার্থী করতে হবে। না হলে হার নিশ্চিত। এই অভিযোগ তুলেই রাস্তায় বܫেঞ্চ ও 👍লোহার পাইপ ফেলে অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। ১৫ মিনিট অবরোধ কর্মসূচি চলার পরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।
ওদিকে এদিন তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন অর্জুন। তিনি বলেন, এটা হবে জানলে দলবদল করতাম না। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন ﷽বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস ১১ জন বিধায়কক⛄ে লোকসভার প্রার্থী করল, জিতলে হবে উপনির্বাচন
রাজনৈতিক মহলের একাংশের ম🐻তে, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে প্রার্থী করায় এটা স্পষ্ট, বারাকপুরে কোনও ভাবেই অর্জুনকে প্রার্থী করতে চায়নি তৃণমূল।