দুর্ঘটনার তদন্ত হবে। তবে আপাতত আমাদের লক্ষ্য উদ্ধারকাজ। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করে এমনই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখবেন বলে🅘 জানিয়েছেন তিনি।
এদিন রেলমন্ত্রী বলেন, ‘উদ্ধা🌺রকাজে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছেন রেলের কর্মী ও আধিকারিকরা। ঘটনাস্থলে মেডিক্যাল টিম পৌঁছেছে। গ্যাস কাটার নিয়ে উদ্ধারকর্মীরাও পৌঁছে গিয়েছেন। রেলের পদস্থ আধিকারিকরাও সেখানে রয়েছেন। দ্রুত সমস্ত যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি থেকে বার করাই আমাদের লক্ষ্য। আমি আগামীকাল ঘটনাস্থলে যাব।’
রেলমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকဣে ফোন করে গোটা ঘটনার ব্যাপারে জেনেছেন। উদ্ধারকাজের অগ্রগতির ব্যাপারেও খোঁজ নিয়েছেন তিনি।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। নিহতদের পরিবারকে ৫ লক্ষ ট♓াকা করে। আহতদের ১ লক্ষ ও সামান্য আহতদের রেল ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে।’
ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জা♏নিয়ে রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত তথ্য খতিয়ে🧜 দেখা হবে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে। তবে আপাতত আমাদের লক্ষ্য উদ্ধারকাজ।’