ౠজলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস দুর্🐎ঘটনায় কন্ট্রোল রুম চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই দুর্ঘটনায় ইতিমধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের ব্যাপারে খবর নেওয়ার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রেল।
꧙ময়নাগুড়ি দুর্ঘটনার❀ জেরে NJPতে কন্ট্রোল রুম খুলেছে রেল। তার নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫। এছাড়া রেলের তরফে আরও ২টি নম্বর প্রকাশ করা হয়েছে। সেগুলি হল, ৮১৩৪০৫৪৯৯৯ ও ০৩৬১২৭৩১৬২২।
রেল সূত্রের খবর, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারীরা। গ্যাসকাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের উদಌ্ধার করা হ📖চ্ছে। উদ্ধারকাজে গতি আনতে ব্যবস্থা হয়েছে আলোর। তবে তা অপর্যাপ্ত বলে মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ির দোমোহনি ও নিউ ময়নাগুড়ির মাঝখানে লাইনচ্যুত হয় বিকানের – গুয়াহাটি এক্সপ্রেসের অন্🍷তত ৪টি কামরা। ট্রেনের গতি বেশি থাকায় এর মধ্যে ২টি কামরা একে অপ💮রের ওপরে উঠে যায়। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৬ জন আহতকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর।