বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বগটুইকাণ্ডে নয়া মোড়, নাজিমার মৃত্যুকালীন জবানবন্দি এবার হাতিয়ার CBI-এর
বগটুইকাণ্ডে অপরাধীদের ধরতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো রামপুরহাটে অস্থায়ী ক্যাম্পে ঘাঁটি গেড়ে বসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছেন তাঁরা। সংগ্রহ করছেন তথ্য। রেকর্ড করছেন বহু মানুষের জবানবন্দি। এই আবহে এবার সি𒆙বিআই এবার দাবি করল, শেখলাল শেখের মৃত স্ত্রী নাজিমা বিবির মৃত্যকালীন জবানবন্দির সাহায্যেই তাঁরা অপরাধীদের শনাক্ত করে কড়া সাজা দেওয়ার পথ প্রসারিত করতে পারবেন। চিকিৎসক এবং নাজিমার স্বামী শেখলাল শেখের উপস্থিতিতে নাজিমার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছিলেন স🗹িবিআই তদন্তকারীরা।