বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সময়সূচি পালটে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, রাঁচি-বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস-সহ ১০টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পালটে যাচ্ছে। কয়েকটি ট্রেনের টাইমটেব🌼িল পালটে যাচ্ছে সোমবার (১৮ মার্চ) থেকেই। আর পরবর্তী সময় কয়েকটি ট্রেনের সময়সূচি পালটে যাচ্ছে। কোন কোন ট্রেনের সময়সূচি পালটে যাচ্ছে, তা দেখে নিন।
২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পরিবর্তিত টাইমটেবিল
১) রাঁচি: সকাল ৬ টায় ছাড়বে꧑। আগে ভোর ৫ টা ১৫ মিনিটে ছাড়ত।
২) মুরি:ﷺ সকাল ৬ টা ৫৩ মিনিটে পৌঁছাবে। দু'মিনিটের ꦬস্টপেজ দেওয়া হবে। আগে সকাল ৬ টা ১৫ মিনিট মুরি স্টেশনে পৌঁছাত।
৩) কোটশিলা: সকাল ৭ টা ১৯ মিনিটে কোটশিলায় পৌঁছাবে। সকাল ৭ টা ২০ মিনিটে ছেড়ে দেবে। আগ💮ে সকাল ৬ টা ৩৪ মিনিটে কোটশিলায় পৌঁছাত।
৪) পুরুলিয়া: সকাল ৭ টা ৫৩ মিনিটে পৌঁছাবে প⛦ুরুলিয়া স্টেশনে। দু'মিনিট দাঁড়াবে। সকাল ৭ টা ৫৫ মিনিটে পুরুলিয়া ছেড়ে বেরিয়ে যাবে। 💖আগে সকাল ৭ টা ৮ মিনিটে ঢুকত পুরুলিয়ায়।
৫) চাণ্ডিল: এবার থেকে সকাল ৮ টা ৩৯ মিনিটে চাণ্ডিলে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস।𒁃 সেখানে এক মিনিটের স্🎃টপেজ দেওয়া হবে। আগে চাণ্ডিলে পৌঁছাত সকাল ৭ টা ৫০ মিনিটে।
৬) টাটানগর: সকাল ৯ টা ২৩ মিনিট টাটানগরে পৌঁছাবে। পাঁচ মিনিট দাঁড়াবে। রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সবথেকে বেশিক্ষণ দাঁড়ায় টাটানগর স্টেশনেই। সকাল ৯ টা ২৮ মিনিটে টাটানগর থেকে ছেড়ে দেবে। আগে সকাল ৮ টা ৪০ মিনিটে টাটানগরে পৌঁ🐻ছাত।
৭) খড়্গপুর: সকাল ১১ টা ১৩ মিনিটে খড়্গপুর জংশনে পৌঁছে যাবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দু'মিনিট দাঁড়িয়েই সকাল ১১ টা ১𒅌৫ মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। আগে সকাল ১০ টা ৩০ মিনিটে খড়্গপুরে আসত।
৮) হাওড়া: দুপুর ১ টা ১০ মিনিটে হাওড়ায় ঢুকবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আগে বেলা ১২ টা ২০ মিনিটে পৌঁছে যেত। অর্থাৎ আগে যে সময় ওহাওড়ায় পৌঁছে যেত, এখন তার থেকে ৫০ মিনিট পরে পৌঁছাবে।
আরও পড়ুন: Sleep Awareness Week: ঘুম থেকে উঠেও কেন ক্লান্ত থাকেন♒ ভারতীয়রা? রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে সোমবার (১৮ মার্চ) থেকেই নয়া সময়সূচি মেনে ছুটবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ♍্রেস। যে স্টেশনে যতক্ষণ দাঁড়াত, সেই স্টেশনে ততক্ষণই স্টপেজ দেবে। এতদিন যে সময় দৌড়াত, তার থেকে পাঁচ মিনিট বেশি লাগবে। আর হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচির কোনও পরিবর্তন হয়নি।
১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের নয়া সময়সূচি
১) রাঁচি: আগামী ৩১ মার্চ থেকে ভোর🐼 ৫ টা ৩০ মিনিটের পরিবর্তে ভোর ৫ টা ২০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে।
২) মুরি: ৩১ মার্চ থেকে সকাল ৬ টা ২০ মিনিটে মুরিতে পৌঁছে যাবে। আগে সকাল ৬ টা ৩০ মিনিটে ঢুকত। স্টপ𝔉েজ দেবে এক মিনিট।
৩) ঝালিদা: ৩১ মার্চ থেকে সকাল ৬ টা ৩৯ মিনিটে পৌঁছাবে। এক মিﷺনিট দাঁড়াবে। আগে সকাল ৬ টা ৪৯ মিনিটে পৌঁছাত।
৪) বোকারো স🌊্টিল সিটি: ৩১ মার্চ থেক🦩ে সকাল ৭ টা ৩৫ মিনিটে পৌঁছাবে। পাঁচ মিনিট স্টপেজ দেবে। আগে সকাল ৭ টা ৪০ মিনিটে পৌঁছাত।
১২৮৩৩ আমদাবাদ-হাওড়া এক্সপ্রেসের নয়া সময়সূচি
১) টাটানগর: এবཧার থেকে সকাল ৯ টা ২৮ মিনিটে পৌঁছাব﷽ে। ১০ মিনিট দাঁড়াবে। আগে সকাল ৯ টা ২৩ মিনিটে পৌঁছাত।
২) হাওড়া: খড়্গপুর ও সাঁতরাগাছিতে পৌঁছানোর সময় পালটায়নি। ওই দুটি স্টেশনে স্টপেজের সময়েরও হেরফের করা হয়নি। তবে হাওড়ায় কিছুটা ঢুকবে। দুপুর ২ টো ১০ মিনিটে♉ হাওড🔴়ায় পৌঁছাবে। আগে হাওড়া ঢুকত দুপুর ১ টা ৫০ মিনিটে।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৮ মার্চ থেকেই নয়া সূচি মেনে চলবে আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস। যে আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস ১৮ ম🐬ার্চ সকালে টাটানগরে দাঁড়াবে, সেটা থেকেই💧 নয়া সময়সূচি কার্যকর হচ্ছে।
১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসের নয়া সময়সূচি
নির্ধারিত সময়েই হা♎ওড়া থেকে ছাড়বে। শুধু কিছুটা দেরিতে চক্রধরপুরে পৌঁছাবে। সকাল ৯ টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ১০ টা ১৫ মিনিটে চক্রধরপুরে ঢুকবে ১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। আর ১৮ মার্চ থেকেই নয়া ဣসময়সূচি চালু হচ্ছে।