আজ, রবিবাসরীয় সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল আগরপাড়ায়। আর এই পথ দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের মৃত্যু হল। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে আগরপাড়া এলাকায়। পিকআপ ভ্যানের সঙ্গে 🍬মোটরবাইকের ধাক্কা লাগতেই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজন এই পথ দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। কেন এমন পথ দুর্ঘটনা ঘটল✱? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এখানের সিগন্যালিং ব্যবস্থা সঠিক নয় বলে তাংদের অভিযোগ।
ঠিক কী ঘটেছে আগরপাড়ায়? স্থানীয় সূত্রে খবর, আজ বিটি রোডের উপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের সজোরে ধাক্কা লাগে। ওই মোটরবাইকে তিনজন চেপে যাচ্ছিলেন। মোটরবাইক൲টি ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। তখনই মাঝপথে এমন পথ দুর্ঘটনা ঘটে। তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তবে এই তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আর এই পথ দুর্ঘটনার পর পিকআপ ভ্যান সেখান থেকে চম্পট দিয়েছে। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের তল্লাশি শুরু করেছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এই পথ দুর্ঘটনা ঘটেছে পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে। সেখানে দমকল অফিসের সামনে মোটরবাইককে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। সেটির গতি ব♔েশি থাকায় রাস্তায় ছিটকে পড়েন তিনজন যুবক। আর রাস্তা রক্তে ভেসে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই মৃত তিনজনের নাম, পরিচয় এখনও জানা যায়নি। খড়দা থানার পুলিশ তারপর এই দেহগুলিকে তুলে ময়নাতদন্তের জন🌌্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও কিছু তথ্য মিলবে। ওই পিকআপ ভ্যানের খোঁজ করা শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? এই পথ দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে পুলিশ কথা বলেছেন। তাঁরা পু🌳লিশকে জানান, মোটরবাইকটি দ্রুতগতিতে আসছিল। তবে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু পিকআপ ভ্যানই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারলে তিনজন ছিটকে পড়ে যান রাস্তায়। তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয়রা এবং পুলিশে খবর দেওয়া হয়। এই পরিস্থিতি দেখে পিকআপ ভ্যান পালিয়ে যায়। গোটা রাস্তা রক্তে ভেসে যায়। তখন দমকলকর্মীরা সেই রক্ত ধুয়ে দেন। এই পথ দুর্ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।