আজ, শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের এই পথ দুর্ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় মানুষজন। রাজ্য সড়কের উপর এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একসঙ্গে তিনজনের। যা দেখে জোর চর্চা শুরু হয়েছে। আজ, শনিবার ভোরবেলা ডোমকল জলঙ্গি রাজ্য সড়কের উপর মেহেদি পাড়া মোড় সংলগ্ন এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইক দুর্ঘটনাতেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু কখন এই দুর্ঘট♚না ঘটেছে সেটা জানতে পারেনি।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, এদিন একই মোটরবাইকে সওয়ার হয়ে তিনজন জলঙ্গির দিকে যাচ্ছিলেন। তখন কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় মোটরবাইক। তাতেই চালক–সহ তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ওই মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেঁজুর গাছে ধাক্কা মারে। তার জ🍬েরে নীচে জঙ্গলের মধ্যে গর্তে পড়ে যায়। তাই কখন দুর্ঘটনা ঘটেছে কেউ জানে না। সারারাত বৃষ্টি হয়েছে। রাস্তায় লোকজন কম ছিল। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই মৃতদেহগুলি দেখতে পান বাসিন্দারা। যা দেখে সবাই শিউরে ওঠেন।
তারপর ঠিক কী ঘটেছে? মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনজন। সম্ভবত ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তিনজনের। রাস্তা💫র ধারে নয়নজুলিতে পড়েছিল তাঁদের দেহ। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ ও মোটরবাইকটি উদ্ধার করেন। দ্রুত বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ডোমকলের আইসি জ্যোতির্ময় বাগচি। অকুস্থল পরিদর্শন করার পর মৃতদেহ উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহগুলি মুর্শিদাবাদ মেডিক্যাল ক🔥লেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই তুমুল ঝগড়া সুকান্ত–শুভেন্দুর, আঁচ পড়ল প্রতিবাদ ম♛িছিলে
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আজ, শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় মানুষজন তিনটি দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন ডোমকল থানায়। তখন ঘটনাস্থলে 🦩গিয়ে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন— শরিফুল মণ্ডল (২১), মুস্তাহিদ মণ্ডল (১৯) এবং সেন্টু মণ্ডল (৩১)। তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঝাউদিয়া মধ্যপাড়ার বাসিন্দা। ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ডোমকল–করিমপুর রাস্তা নতুনভাবে নির্মাণের কাজ চলছে।