কোচবিহারের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। কিন্তু, গত দু'বছর ধরে এই সমস্ত উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে। তা দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে, এই সমস্ত কাজে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য,বিজেপি বরাবরই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলে আসছে। এবার উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘কেন্দ্রের অসহযোগিতার জন্য কোচবিহারের কাজ এগোয়নি।’ আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।সোমবার কোচবিহার সফরে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কেন্দ্র ঠিকমতো টাকা-পয়সা দিচ্ছে না। তারা কোনও সহযোগিতা করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই সব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এনিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই।’ অন্যদিকে, এই কাজগুলি থমকে যাওয়ার জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করেছে বিজেপি। দলের জেলা সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘তৃণমূল সব ক্ষেত্রে দুর্নীতি করছে। তারা কোনও কাজেরই ইউটিলাইজেশন কেন্দ্রকে দেয় না। তার ফলে কেন্দ্র থেকে টাকা পায় না তৃণমূল।’ যদিও বিজেপির তোলা দুর্নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘কোনও দুর্নীতি হয়নি। শুধুমাত্র ফান্ডের কিছু সমস্যা রয়েছে এবং কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাছাড়া গত দু'বছর ধরে করোনার কারণে কাজ থমকে রয়েছে।’ প্রতিমন্ত্রী এদিন নিজেই কোচবিহারের কাজ কেমন চলছে এবং কতটা বাকি রয়েছে তা খতিয়ে দেখেন। সোমবার কোচবিহারে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি কোন কোন প্রকল্প আটকে রয়েছে সে বিষয়েও তিনি আলাদাভাবে খোঁজ নিয়েছেন।