দুর্নীতির অভিযোগে শাসকদলের ডাকসাইটের একধিক নꦗেতা-মন্ত্রী জেলবন্দি। সম্প্রতি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নতুন করে অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। এরই মধ্যে আবার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্য নতুন করে শোরগোল তুলল। কিছু 'কুলাঙ্গার'-এর জন্য দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে তা কার্যত স্বীকার করে নিলেন মন্ত্রী।
মালদার কালিয়াচকের আলিনগর এলাকায় ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের বিক্ষোভ সভায় বক্তব্য রাখছিলেন সাবিনা ইয়াসমিন। সেই সময় তিনি বলেন, 'আপনাদের বলব, আমাদের ভুল বুঝবেন না। আমরা যা করি আপনাদের জন্যই করি। কেউ যদি কোনও 💟দোষ করে তাহলে সে তাঁর দোষের ভাগীদার হবে। তাঁর শাস্তি হোক। আজকে যেভাবে সিবিআই-ইডি দিয়ে সারা রাজ্যে হেনস্তা করা হচ্ছে। সেই প্রসঙ্গে বলেছি।'
মন্ত্রী বলেন, 'আমার বাড়িতে যদি কেউ কুলাঙ্গার ছেলে বেরিয়ে যায়, পুলিশ যদি গ♉্রেপ্তার ক⛄রে, তাহলে বাপ-মা কী করবে? বাপ-মা শাসন করার পরেও একটা কুলাঙ্গার ছেলে বেরিয়ে যাচ্ছে। শাসন করেও হচ্ছে না। তেমনই আমাদের পার্টিতেও কিছু কুলাঙ্গার ছেলে আছে। যে পাপ করবে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য দল দায়ী নয়।'
(পড়তে পারেন। আদালতের অনুরোধ মেনে কমান্ড হা꧙সপাতালেই আরও দু'বার ജচিকিৎসা হবে জ্যোতিপ্রিয়র)