রক্তদান শিবিরকে কেন্দ্র করে তুলকালাম কুলটি কলেজে। এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়। সেই সংক্রান্ত ভিডিয়ো সামনে এসেছে এবার। এসএফআই নেতা কর্মীদের মাটিতে ফেলে পেটানো হয়েছে বলে অভিযোগ।কলেজের রক্তদান শিবিরে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগ তুলেও হামলা 🐷চালানো হয় বলে অভিযোগ।
ডিওয়াইএফআই নেতা নেত্রীরাও ঘটনার খবর পেয়ে কলেজে চলে আসেন। তাদের দাবি এভাবে রক্তদান শিবিরে হামলা চালানোর ঘটনা মানা যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা। ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ঘটনার খবর পেয়ে এলাকায় এসেছিল🍸েন। তিনিও এনিয়ে তীব্র প্রতিবাদ জানান। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
এদিন কলেজে রক্তদান শিবির ছিল। আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে আচমকাই ঢুকে পড়ে টিএমসিপির নেতাকর্মীরা। ভিডিয়োতে দেখা গিয়েছে ঘরে ঢুকেই শুরু হয় মারধর। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন এসএফআই নেতারা। অন্তত ৫জন এসএফআই নেতা আহত হয়েছেন। তার মধ্যে তিনজন জেলা কমিটির সদস্য ও ২জন লোকাল কমিটির সদস্য। এদিকে অশান্তির খবর পেয়ে থামাতে গিয়েছিলেন এক অশিকཧ্ষক কর্মী। তিনিও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ওরা রক্ত দিতে গিয়েছেন এটাই তাদের অপরাধ। তার জন্য় ওদের মার খেতে হয়েছে। যারা মার খেল, রক্তপাত হল, যাদের পেটে, তলপেটে, গোপনা🥀ঙ্গে লাথি মারল তারা এখানে বসে রয়েছে। পুলিশ নাকি বাকিদের সঙ্গে 𝐆মিটিং করছে।
এদিকে রক্তদান শিবিরে এভাবে রক্তপাতের ঘটনাকে মানতে পারছেন না অনেকেই। রক্তদানে মতো মহান কর্মসূচিকে পণ্ড করতে কেন এভাবে শাসকদল হামলা চালাল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তবে তৃণমূল অবশ্য হামলার অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি রক্তদানে বহিরাগতরা কেন আসব🌜ে?