রেলশহরে বন্দুক ঠেকিয়ে লুঠপাটের ঘটনা ঘটল। এক দোকানদারের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। সেই টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে এমন ঘটনা ঘটায় হকচকিয়ে যান দোকানদার। পশ্চিম মেদিনীপুর জেলার🙈 খড়গপুরে এখন এটাই চর্চিত বিষয় হয়ে উঠেছে। এখানের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ। সেখানে একেবারে শহরের উপকন্ঠে গোলবাজারে রাত ১০টা নাগাদ একটি পাইকারি দোকা🐈নে লুঠপাটের ঘটনাটি ঘটেছে।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ৬ জন দুষ্কৃতী দুটি গাড়ি করে এসে দোকানে ঢোকে। আর দোকানের মালিক ও তাঁর ভাইয়ের ম𒐪াথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশবাক্সের চাবি চায়। সেটা হাতে পেয়েই মারধর করে তাঁদের আটকে দেওয়া হয়। আর লক্ষাধিক টাকা–সহ দুজনের হাতে থাকে সোনা আংটি লুঠ করে। আক্রান্ত দোকান মালিক নবীন আগরওয়ালই পুলিশে খবর দেন। খড়গপুরের এসডিপিও এবং খড়গপুর টাউন থানার আইসি দোকানে থাকা সিসিটিভি খতিয়ে দেখেন। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর পুরসভার পুরপ্রধান।
আর কী জানা যাচ্ছে? গত জুন মাসেই খড়গপুর থ☂েকে অস্ত্র–সহ ১০ জন ডাকাতকে গ্রেফতার করা হযেছিল। এখন বেඣশকিছু দুষ্কৃতী ডাকাতির করার জন্য অস্ত্র জোগাড় করেছে। আর একের পর এক এমন ঘটনা ঘটছে রেলশহরে। কয়েকদিন আগে শেখ ফিরোজ ও শেখ সাহ🧔েব–সহ ১০ জন ডাকাতের দলকে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। এবার গোলব🍰াজারে এমন ঘটনায় পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এই দুষ্কৃতী দল ধরা পড়া সদস্যদের গ্যাং কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কেমন অস্ত্র জোগাড় করছে দুষ্কৃতীরা? যেসব দুষ্কৃতী ধরা পড়েছে এই ডাকাতি বা লুঠপাট করে তাদের কাছ থেকে ওয়ান শটার পিস্তল, গুলি 🔯এবং খেলনা বন্দুক মিলেছে। এছাড়া কয়েকজনের কাছে অত্যাধুনিক অস্ত্র, গাড়ি মিলেছে। আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ নিয়েই ডাকাতি করতে যাচ্ছে দল। শুধু তাই নয়, যে এলাকায় ডাকাতি করতে যাচ্ছে তারা সেখানের একটি করে ম্যাপ তৈরি করা হচ্ছে। এমন নথিও হাতে এসেছে। তবে এগুলি তাদের তৈরি নয়। অন্য কেউ তৈরি করে দিয়েছে।