টানা ৭ ঘণ্টা জেরার পরে কাঁথি থানা থেকে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগের জেরে সৌম♓েন্দুকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। এদিকে এই জেরাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর একেবারে তুঙ্গে। ফের শুক্রবার𝄹 সৌমেন্দু অধিকারীকে তলব কাঁথি থানার পুলিশের। সূত্রের খবর এমনটাই। থানা থেকে বেরিয়ে এসে কী বললেন সৌমেন্দু?
সৌমেন্দু বলেন, আমি ছেড়ে আসার পর তিনজন বসেছিলেন ওই চেয়ারে। আর এক বছর ৬ মাস পরে আমায় ফাইল মিসিংয়ের জন্য ডাকা হচ্ছে। মানুষ বিচার করবে। আদালত বিচার করবে। জিজ্ঞাসাবাদ করলে তো সবাইকেই করা দরকার। তদন্তকারীরা যেটা ভালো মনে করছেন সেটা করছেন। কেবলমাত্র আমাকেই ডাকা হচ্ছে ফাইল মিসিংয়ের জন্য। সেটাও আবার আমি ছেড়ে আসার ১ বছর ৬ মাসের মধ্যে অভিযোগ করা হচ্ছে। থানায় কꦚেমন ব্যবহার পেলেন সৌমেন🐟্দু?
তিনি বলেন, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। চা বিস্কুট খেয়েছিলাম। এখানে নিয়ম অনুসারে বাইরের খাবারের অনুমতি নেই। বই পড়াও মানা আছে। খবর কাগজও পড়তে🐽 দিচ্ছে না। বড় অপরাধীদের𒁃ও গল্পের বই, খবর কাগজ পড়তে দেওয়া হয়। কিন্তু এখানে বিধিনিষেধ আছে। কী জন্য করলেন জানি না। কোর্টের কাছে বলব। অন্তত এইটুকু সুবিধা অন্তত দেওয়া হোক। আট ঘণ্টা বসতে গেলে অন্তত গল্পের বই, খবরের কাগজ যদি থাকে! সে💯টাও যদি না থাকে কোথায় বাস করছি আমরা।