হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান𒐪ের মৃত্যু নিয়ে বিক্ষোভের মধ্যেই পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানীভবনে তলব করলেন প্রশাসনের শীর্ষকর্তারা। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে হত্যা ও তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। এব্যাপারে পুলিশের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিক্ষোভ করে সময় নষ্ট করবেন না। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হতে পারে বলেও খবর প্রশাসনিক মহল সূত্রে।
শ🔴ুক্রবার রাতে হাওড়ার আমতায় মৃত্যু হয় বামপন্থী ছাত্রনেতা আনিস খানের। মৃতের বাবার দাবি, গভীর রাতে পুলিশ বলে দাবি করে দরজা ধাক্কায় কয়েকজন। দরজা খুলে দেখা যায় একজন বন্দুকধারী পুলিশকর্মীর সঙ্গে সিভিক ভলান্টিয়ারের পোশাকে রয়েছেন তিন জন। তাঁরা আনিসকে বাড়ির তিন তলায় নির্মিয়মান অংশে নিয়ে যায়। এর পর সেখান থেকে ধাক্কা দিয়ে তাঁকে নীচে ফেলে দেয় অভিযুক্তরা।
শনিবার এই ঘটনার প্রতিবাদে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ দেখান আলিয়া বিশ্ববিদ্যালয়ের 🔴পড়ুয়ারা। এর পর নড়েচড়ে বসে পুলিশ। রবিবার সকালে সেখানে ঘটনাস্থল ঘিরতে যান পুলিশকর্মীরা। তাঁদের দেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে হয় পুলিশকে। বেলায় ফরেন্সিক দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থলে তদন্ত চালায় ফরেন্সিক দল।
পরিবারের প্রশ্ন, আনিসের মৃত্যু খবর শুক্রবার রাতেই পুলিশকে জানানো হলেও রবিবারের আগে কোনও তৎপরতা চোখে পড়েনি। ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। এলাকাবাসীর ক্ষোভ আঁচ করেই পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানীভবনে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। হাওড়া গ্রামীণ পুলিশ জেলার সুপার সৌম্য রায় ব্যক্তিগত পরিচয়ে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র🐬ের স্বামী। বিধানসভা নির্বাচনের সময় তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। পরে তাঁকে ফের ওই পদে বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।