আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে নবম – দশমের আরও ৪০ জন জালি শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তার সঙ্গে প্রকাশ করেছে তাদের OMR শিট। তাতে দেখা যাচ্ছে এক পরীক্ষার্থী OMR শিটের💛 পদ্ধতি মেনে রোল নম্বর না লিখতে পারলেও চাকরি পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যে সেই OMR শিট নিয়ে জোর চর্চা চলছে সোশ্যা মিডিয়ায়।
মঙ্গলবার প্রকাশিত জালি শিক্ষকদের তালিকায় ꦡ৩১ নম্বর🦋ে রয়েছে প্রাপ্তি চৌধুরী নামে সেই মহিলার নাম। সঙ্গে প্রকাশিত হয়েছে তার OMR শিটও। তাতে দেখা যাচ্ছে OMR শিটের পদ্ধতি মেনে নিজের রোল নম্বর, সাবজেক্ট কোড, বুকলেট নম্বর, ভেনু কোড কিছুই লিখতে পারেননি তিনি। তবে নিজের নামটা সই করেছেন। তবে গোটাকয়েক প্রশ্নের উত্তর দিয়েছেন। তার ভিত্তিতেই চাকরি পেয়ে গিয়েছেন তিনি।
বিরোধীদের দাবি, এতেই স্পষ্ট, কী মাত্রায় দুর্নীতি হয়েছে। এই OMR শিট তো স্ক্যানিংয়ের সময়ই বাতিল হয়ে যাওয়ার কথা। অথচ তা শুধু বৈধ বলে গ্রাহ্যই হয়নি। প্রার্থী চাকরিও পেয়েছেন। যিনি OMR শিটে নিজের রোল নম্বর ঠিক করে লিখতে পারেননি তিনি এতদিন ছাত্রছাত্রীদের কী পড়িয়েছেন তা নিয়🧸েও উঠছে প্রশ্ন।
সূত্রের খব꧃র, প্রাতি চৌধুরী নামে এই ভুয়ো শিক্ষিকা রায়গঞ্জের বাসিন্দা। তিনি শহরেরই দেবীনগর গয়ালাল রামহারি গার্লস হাই স্কুলের বাংলার দিদিমণি।