মাধ্যমিক পরীক্ষায় একটি অভিযোগ সামনে এল। টেস্টে পাশ করেনি। তাই অন্যের অ্যাডমিট কার্ড হু💛বহু নকল করে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল এক ছাত্র। যদিও তাতে লাভ কিছুই হয়নি। শেষে ধরা পড়ল ওই ছাত্র। তাকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এমনই ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাক💮ায়।
আরও পড়ুন: মাধꦅ্যমিকের প্রথম দিনেই ফাঁস হল বাংলা প্রশ্নপত্র, গোপন কোডের সাহায্যে ধরা পড়ল ২
জানা গিয়েছে, ওই ছাত্র উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের পড়ুয়া। স্💖কুল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়মিত স্কুলে যেত না ছাত্রটি। টেস্ট পরীক্ষায় ছাত্রটি উত্তীর্ণ হতে পারেনি সে। ফলে স্বাভাবিকভাবেই তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হয়নি। কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তখন ওই ছাত্রটি পরিকল্পনা করে অন্যের অ্যাডমিট কার্ড নকল করে। এরপর সেই নকল অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে চলে যায় ছাত্রটি।
কিন্তু পরীক্ষকদের বিশ্বাস অর্জন করতে গিয়ে ঘটে বিপত্তি। অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে ছাত্রটি দেখায় যে রোল নম্বরে কালি দেওয়া রয়েছে। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি পরীক্ষকরা। এরপর অ্যাডমিট কার্ড ভালোভাবে খতিয়ে দেখতেই তারা বুঝতে পারেন, অ্যাডমিট কার্ড জাল করা হয়েছে। এরপর বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখার জন্য পরীক্ষা কেন্দ্রের তরফে ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপিঠে যোগাযোগ করা হয়। তাতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় পরীক্ষকদের কাছে। এই ঘটনা পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়। ঘটনায় তাঁরা স্কুলে এসে ছাত্রের অ্যাডমিট কার্ড খত🐷িয়ে দেখেন এবং তার সঙ্গে কথা বলেন। শেষপর্যন্ত জাল অ্যাডমিট কার্ডটি ছাত্রের কাছ থেকে নিয়ে নেওয়া হযﷺ়। তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, ‘এখন বিষয়টির সমাধান হয়ে গিয়েছে। ওই ছাত্র স্কুলে 💝অনিয়মিত ছ🌜িল। সে টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই ফর্ম-ফিলআপ করেনি। ওর রেজিস্ট্রেশন আমাদের কাছেই আছে। ওর অ্যাডমিট কার্ড আসার কথা নয়। তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।’ হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানিয়েছেন, ওই ছাত্র যেহেতু টেস্টে পাশ করেনি, তাই তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।