চাঞ্চল্যকর দাবি করে রꦚাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছিলেন, 'কিছুদিনের মধ্যে বিরোধী দলনেতার লালবাতি নিভতে চলেছে। তিনিও তৃণমূলে ভিড়তে পারেন। এখন তা শুধু সময়ের অপেক্ষা।' সৌমেনবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে এবার পালটা বিস্ফোরক মন্তব্য করলܫেন শুভেন্দু অধিকারী।
সৌমেন মহাপাত্রকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'সৌমেনবাবু প্রতিদিনই সুরা পান করেন। আমার মনে হয়, গতাকালও হয়ত দিনের বেলাতে সুরা পান করেছিলেন। এই ধরনের কথা বলা উচিৎ না, তবু দায়িত্ব নিয়ে বলছি। তমলুকে সবাই জানে এটা। মানিকতলাতে একট💙া ওষুধের দোকানের পিছনে উন✅ি কী করেন সন্ধ্যার পরে তা সকলেই জানেন। আমার মনে হয় গতকাল দিনের বেলাতেও অপ্রকৃতস্থ ছিলেন। তাই এ ধরনের কথা বলেছেন।'
প্রসঙ্গত রবিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে সৌমেন মহাপাত্রের হুঁশিয়ারির সুরে বলেছিলেন, 'বিরোধী দলনেতা পদটা থাকবে কি না, সন্দেহ আছে। এই নন্দীগ্রামে একটা উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে আদালতে মামলা চলছে। সেই মামলার রায় প্রকাশ হলেই তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না। আর বিরোধী দলনেতা যেভাবে আমাদের দলের দিকে সরে আসছেন, তাঁর দলের প্রায় সবাই চলে আসছেন, ওঁর আসা সময়ের অপেক্ষা।🔯' পাশাপাশি বিজেপির বিধায়ক♛ সংখ্যা কমে ৩০ হয়ে যাবে বলেও কটাক্ষ করেন সৌমেন মহাপাত্র।