গঙ্গারামপুরে হস্টেল থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। নিহ🌸তের নাম রূপালি সরকার। বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ে আত্মঘাতী হয়েছে সেকথা মানতে পারছে না পরিবার। ঘটনাটি খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন - প্রাথমিক দুর্নীতির ৩০ কোটি টাকা ঢুকেছে প্রভাবশালীর কোম্পানিতে, আদালতকে জা💫💙নাল CBI
পড়তে থাকুন - ‘সন্দেশখাಞলির কালি মুছতে….’ ছবি পোস্💦ট করে তৃণমূলকে পালটা আক্রমণ মালব্যর
গঙ্গারামপুরের সুস্পর্শ নার্সিং ট্রেনিং কলেজের হস্টেল থেকে বৃহস্পতিবার সকালে রূপালির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হস্টেলের অন💖্য আবাসিকরাই প্রথমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহত ছাত্রীর বাড়ি হেমতাবাদের বাঙালপাড়ায় বলে জানা গিয়ে। ৭ মাস আগে নার্সিং কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।
মৃতের বাবা শান্ত সরকার জানিয়েছেন, আমাদের সঙ্গে মেয়ের বুধবারও কথা হয়েছে। কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি। ও এরকম করবে মা💃নতে পারছি না। কী কারণে ও এইরকম পদক্ষেপ করল মাথায় আসছে না।
দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়𓂃েছে পুলিশ। কেন ছাত্রীটি এই পদক্ষেপ করল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পড়াশুন♔োর চাপ, না হোস্টেলে অত্যাচার, না কি অন্য কোনও কারণ রয়েছে এই ঘটনার পিছনে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন - ফ্যাসিবাদের চর𝔉ম, রাজভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু, স্ﷺবরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
হস্টেল দেখভালের দায়িত্বে থাকা শিক্ষিকা জানিয়েছেন, আমি বুধবার যখন বেরোই তখনও সব কিছু স্বাভাবি൲ক ছিল। সকালে শুনি রূপালি আত্মঘাতী হয়েছে। হস্টেলে গার্ড রয়েছে। এত মেয়ে রয়েছে। কী করে এটা হল বুঝতে পারছি না। আমরাও এর তদন্ত চাইছি। তবে এꦑব্যাপারে নার্সিং কলেজ কর্তৃপক্ষ মুখ খোলেনি।