সলমন খানের যে বাইকের প্রতি দারুণ ভালোবাসা আছে সে কথা সকলেই জানেন। একাধিক স্পোর্টস বা🐻ইক আছে তাঁর গ্যারাজে। মুম্বইয়ের রাস্তায় মাঝে মধ্যে তাঁকে সেই বাইক চালাতেও দেখা যায়। এবার জানা গেল তাঁর বাইকের প্রতি সেই ভালোবাসা কী করে এল। সবটাই তাঁর বাবার থেকে পাওয়া। আর এদিন সেটারই ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন সেলিম খানের প্রথম বাইক আজও তিনি🧸 সযত্নে রেখে দিয়েছেন। তাতে চড়ে এদিন দুজনে ছবিও দেন।
আরও পড়ুন: রীতিমত গবেষণা করে তথ্য জোগাড় করেই শাহরুখকে খুনের হুমকি আইনজী✅বীর! ফোন পরীক্ষা করে জানল পুলিশ
কী লিখলেন সলমন খান?
বৃহস্পতিবার, ২১ নভেম্বর সলমন খান একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে তাঁর বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখাℱ যাচ্ছে। আরেক🅺টি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান। এই ফটো সেশন তাঁরা তাঁদের বাড়ির বাগানেই করেছেন। অভিনেতার পরনে ছিল ছাই রঙের টিশার্ট এবং প্যান্ট। তাঁর বাবা জিন্সের সঙ্গে একটি গ্রে এবং সাদা রঙের শার্ট পরেছিলেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।'
আরও পড়ুন: বক্স অফিসে হাঁড়ির হাল! এদিকে কোন কোন BJP রাজ্যে ট্যাক্স ফ্রি করা হল বিকꩵ্রান্তের সবরম🉐তী রিপোর্টকে?
তাঁদের একসঙ্গে দেখে দারুণ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। বাদ যাননি তাঁদের সহকর্মীরা। অমিত সাধ একাধিক ইমোজি পোস্ট করেন। সঙ্গীতা বিজলানি লেখেন, 'সেলিম কাকু দারুণ কুল।' কেউ আবার লেখেন, 'বলিউডের বাপ।🍰' আরেক ব্যক্তি লেখেন, '২ দাবাং, ২ টাইগার।'
প্রসঙ্গত সলমন খানকে আগামীতে সিকান্দর ছবিতে দেখা যাবে। আগামী বছর ঈদে মুক্তি পাবে সেই ছবিটি। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন কাজল আগ𒅌রওয়াল, রশ্মিকা মন্দানা। ছবিটি পরিচালনা করেছে এ আর মুরুগাদোস। সলমন খানকে সিংঘম এগেন ছবিটিতে চুলবুল পান্ডের ক্যামিও করতে দেখা গিয়েছে।