নিয়োগপ্রক্রিয়ায় বেলাগাম বেনিয়মের কারণে ২০১৬ সালের প্রাথমিকে নিযুক্ত ৩৬০০০ শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের এইᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ রায়ের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন বরখাস্ত হতে চলা চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, যোগ্যতামান থাকলেও তাঁদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এর রায়ের ফলে বহু শিক্ষককে পরিবার নিয়ে পথে বসতে হবে দাবি তাঁদের।
এদিন দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিক্ষোভ দেখান চাকরি থেকে বরখাস্ত হতে চলা শিক্ষকরা। তাঁদের দাবি, তাঁদের যে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট হয়ে🔯ছিল তার প্রমাণপত্র রয়েছে। তার পরও কী করে আদালত দাবি করতে পারে কোনও অ্যাপটিটিউড টেস্ট হয়নি? এই যুক্তিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন তাঁরা।
একই ছবি দেখা যায় কৃষ্ণনগরে জেলা প্রাথমিক শিক্💦ষা সংসদের দফতরের সামনে। সেখানে এক বহিষ্কার হতে চলা শিক্ষক বলেন, আমাদের জেলায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। মাত্র ৫টি জেলার তথ্যের ভিত্তিতে কী করে গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আদালত? তিনি আরও বলেন, নিয়োগের পরে NCTE-র গাইডলাইন অনুসারে আমরা প্রশিক্ষণ নিয়েছি। শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতামান আমাদের রয়েছে। তার পরও কেন আদালতের এই সিদ্ধান্ত?