দমকল বিভাগের নিয়োগে কী দুর্নীতি হয়েছে? রাজ্যজুড়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই দুর্নীতিতে নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে তাপস সাহার বিরুদ্ধে দমকল বিভাগের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছেন। এমনকী একটি অডিয়ো ক্লিপও তিনꦿি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’র সত্যতা 𒐪যাচাই করেনি ‘হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল’। বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন।
এই গোটা বিষয়ে দমকলমন্ত্রী জানান, দমকল বিভাগে চাকরি পিএসসি’র মাধ্যমেই হয়। এছাড়া তিনি কিছু জানাননি। তবে নদিয়ার এই তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে সরকারি দফতর এবং স্কুলে চাকরি পাইয়ে দিয়ে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছিল। যার জেরে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা তা ☂নিয়ে তদন্ত শুরু ক꧙রেছে। এমনকী প্রবীর কয়াল নামে তাপসের এক ঘনিষ্ঠকে গ্রেফতারও করা হয়েছে। এই নিয়ে এখন বিজেপি শোরগোল ফেলে দিতে চাইছে।
ঠিক কী শোনা গিয়েছে অডিয়ো ক্লিপে? এই ভাইরাল অডিয়ো ক্লিপে এক বꦚ্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ফায়ার ব্রিগেডে তোর ওই ছেলেটার তো কাজ হয়েছে। এই মাসের ২৫ তারিখের পর বলে দেব, কোন ডেটে কলকাতায় যাবে। বাকি টাকাকড়ি রেডি করতে বল। ৫০ দেওয়া আছে আরও সাড়ে চার পাব।’ এই কণ্ঠস্বর তাপসবাবুর বলে দাবি করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি তাপসবাবুর গ্রেফতারের দাবিও জানিয়🌺েছেন। যদিও এই অডিয়ো ক্লিপের বাইরে আর কোনও প্রমাণ হাজির করতে পারেননি তরুণজ্যোতিবাবু।