উৎসবের𓂃 আবহে দাম বেড়েছিল মদের। আবারও ধাক্কা খেতে চলেছেন সুরা প্রেমীরা। ফের বাড়তে চলেছে মদের দাম। ছট পুজোর পরই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে মদ ও বিয়ারের দাম কিছুটা হলেও বাড়তে পারে। তবে এবার মদের দাম শুল্কবৃদ্ধির কারণে⛎ বাড়ছে না উৎপাদন খরচ বাড়ার কারণে সংস্থারগুলির পক্ষ থেকে দাম বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মদের দাম বাড়লেও ২০২১ সালের নভেম্বরের আগে মদের যে দাম ছিল তার থ𝓰েকে কমই থ🍌াকবে। ভারতে তৈরি বিদেশি মদের দাম ৫-৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। বিয়ারের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে ৫ শতাংশের কম। বিয়ারের কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে দাম ২-৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সূত্রের খবর, আবগারি দফতরের তরফে ইতিমধ্যেই খুচরো বিক্রেতাদের কাছে মজুত থাকা মদ এবং বিয়ার পুরনো দামেই বিক্রি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উৎপাদকদের কাছ থেকে আসা নতুন স্টকের ক্ষেত্রে নতুন হারে 🌄দাম নেওয়ার জন্য 🐼বলেছে আফগারি দফতর। তবে দান বারকে শুল্কের কোনও পরিবর্তন করা হবে না।
করোনা শুরু হওয়ার পর থেকে গত নভেম্বরের আগে মদের দাম প্রায় ৪০-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তারপরেও গত বছর রেকর্ড মদ বিক্রি হয়েছিল। শুধুমাত্র পুজোর মরশুমে রাজ্যের আবগারি দফতরের মদে লাভ হয়েছিল ৬০০ কোটি টাকা। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ অর্থবছরে প্রথম ছয় মাসে বিক্রয় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারপরেও সেপ্টেম্বর মাসেই রাজ্যে সর্বোচ্চ মদ বিক্রি হয়েছিল। আবগারি আধিকারিকরা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে মোট মদ বিক্রি হয়েছিল ১৮ হাজার কোটি টাকার। তবে ২০২২-২৩ অর্থবর্ষে তা ২০০০ কোটি টাকার গণ্ডি𒈔 ছাড়িয়ে যেতে পারে।