ছিল রুমাল হয়ে গেল বেড়াল। কিন্তু তা বলে আস্ত ভ্যাট হয়ে গেল তৃণমূলের কার্যালয়। গল্পের মতো শোনালেও বাস্তবে এমনটাই অভিযোগ উঠেছে হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, জিটি রোডের পাশেই একটি আধুনিক ভ্যাট তৈরি করেছিল পুরসভা। সেখানে একেবারে গাড়ি ঢুকিয়ে আবর্জনা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু রাতারাতি উধাও হয়ে গেল সেই ভ্যাট।স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেই ভ্যাটেই আলো, পাখা লাগিয়ে চেꦺয়ার টেবিল পেতে দলীয় কার্যালয় করে ফেলেছে তৃণমূল। তার উপর টিনের ছাউনিও লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে রীতিমতো ফ্যান চলছে। চারদিকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়ে গিয়েছে। যুব তৃণমূলের নামে সেই কার্যালয়ে ব্যানারও ঝোলান🌌ো হয়েছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, পিলখানায় আধুনিক ভ্যাটের একটা কাঠামো তৈরি হয়েছিল। তবে কাজটা মাঝপথে বন্ধ হয়ে যায়।সেই জায়গার উপরেই তৃণমূলের পার্টি অফিস হয়ে গেল। পুলিশ, কর্পোরেশন কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুরোটা তৃণমূলের দাদাগিরি। পাশে নেশার সামগ্রী বিক্রি হচ্ছে। কেউ কোনও প্রতিবাদ করতেও সাহস পাচ্ছে না। পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ভ্যাট নিয়ে একটা অভিযোগ পেয়েছিলাম। সেখানে নাকি কয়েকজন বসবাস করছেন। সেই ভ্যাটটিকে দখলমুক্ত করা হয়েছিল। এরপরেও যদি কোনও ঘটনা হয়ে থাকে তবে আমরা ব্যবস্থা নেব। তবে আমরা ভ্যাটমুক্ত শহর করতে চাইছি। তার মানে এটা নয় যে ভ্যাটের জায়গাগুলো কেউ দখল কর𒁃ে নেবে।