এবার পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল তিনজন যুবকের। রবিবার রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটার রথবাড়ি💦 ঘাট সংলগ্ন বেসিক মোড় এলাকায়। এদিন মোটরবাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর তার জেরে মৃত্যু হয়েছে ওই তিনজনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। রথবাড়ি ঘাটে মোটরবাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের।
ঠিক কী ঘটেছে দিনহাটায়? স্থানীয় সূত্রে খবর, এই পথ দুর্ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। রবিবার রাতে রথবাড়ি ঘাট এলাকায় মোটরবাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইকে থাকা তিনজন যুবকের। দিনহাটা শহর সংলগ্ন পেটলা গ্রাম পঞ্চ🐟ায়েতের রথবাড়ি ঘাট এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। তার জেরে মোটরবাইকে থাকা তিনজন আরোহীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আর একজনকে দমকল কর্মীরা উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
আর কী জানা যাচ্ছে? প্রথমে একজনকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত 𝐆চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে এবং এরপর ঘটনাস্থল থেকে পুলিশ আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। দিনহাটা থানার পুলিশ এই তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথ দুর্ঘটনার কবলে পড়া মোটরবাইকটি গোসানিমারির দিকে যাচ্ছিল বলে সূত্রের খবর।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খ🐓বর, পথ দুর্ঘটনায় মৃতরা হলেন সুব্রত বর্মণ (২৬), নিখিল বর্মণ (২৭) এবং আশুতোষ বর্মণ (২৫)। তাঁরা প্রত্যেকেই সিতাইয়ের ধুমেরখাতা এলাকার বাসিন্দা। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। এই বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দিনহাটার রথবাড়ি ঘাট বেসিক মোড় এলাকায় মোটরবাইক এবং একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে।’ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং মামলা দায়ের করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এ𒉰বার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup