হ♏াবড়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সভা বাতিল হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের দাবি, আবহাওয়া খারাপ থাকার কারণে সভা বাতিল করা হয়েছে। তবে পালটা তৃণমূল দাবি করেছে, আবহাওয়া খারাপ থাকার জন্য নয়, বরঞ্চ জনসভায় লোক না হওয়ার কারণে সভা বাতিল করেছেন নড্ডা।
আরও পড়ুন: বাতিল হয়ে ♛গেল জে𝕴পি নড্ডার তিনটি জনসভা, লোকসভা নির্বাচনের মরশুমে হতাশ কর্মীরা
বুধবার হাবড়া বিধানসভার শিমুলপুর এলাকায় নড্ডার সভা হওয়ার কথা ছিল। এই এলাকাটি করে বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানকার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে জনসভা করার কথা ছিল নড্ডার। সেই মতো শিমুলপুর এলাকায় মঞ্চ তৈরি করেছিল বিজেপি নেতৃত্ব। বসার জন্য চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল। কথা ছিল বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছাবেন জেপি নড্ডা। তবে ঠিক সেই সময় ঘটে বিপত্তি। আচম🌺কা বিজেপি প্রার্থী মঞ্চ থেকে ঘোষণা করেন প্রতিকূল আবহাওয়ার কারণে জেপি নড্ডা আসছেন না। এর পরে শুরু হয় রাজনৈতিক চাপানোতর।
তৃণমূল এই সভা বাতিল হওয়ার জন্য লোক না হওয়ার𝓡 দাবি করে। তৃণমূলের হাবড়া বিধানসভা কমিটির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা মন্তব্য করেন বিজেপির সভা ‘সুপার ফ্লপ’ বলে ম🧜ন্তব্য করেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নয়, আসলে নড্ডার সভায় খুব বেশি লোক হয়নি। মেরে কেটে ৫০০ লোক হয়েছে। সেই কারণে তাঁর সভা বাতিল করে দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে বারাসতে বিজেপির অবস্থা খুবই খারাপ। তৃণমূল নেতা দাবি করেছেন, ৫ হাজার মানুষকে নিয়ে তিনি মিছিল করেছেন।
অন্যদিকে, তৃণমূলের দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, ওই সভায় ৪০০০ কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন। তবে আকাশে হঠাৎ করে কালো মেঘ চলে এসেছিল। সেইসঙ্গে হাওয়া বইছিল। ফলে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। সেই কারণে সভা বাতিল করা হয়। পরে আরও বড় সভা করা হবে বলে তিনি দাবি করেছেন। যদিও কর্মী সমর্থকদের অনেকে প্রতিকূল আবহাওয়ার কথা স্বীকার করছেন। উল্লেখ্য, বারাসাত কেন্দ্রে ভোট রয়েছে আগামী ১ জুন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বিদায়ী সাংসদ। এই কেন্দ্রে কাকল🐼ি ঘোষ নামে এক প্রার্থী নি🐻র্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তবে সম্প্রতি তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।