ভোট চাইতে বিজেপি সাংসদর꧅া বাড়িতে ঢুকলে, এবার ‘চেপে’ ধরার নিদান দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষ। দলের মহিলা কর্মীদের এই নির্দেশ দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি সংসদরা বাড়িতে ভোট চাইতে গেলে, যতক্ষণ না তাঁরা ১৫ লক্ষ টাকা দিচ্ছেন, ততক্ষণ তাঁদের আটকে রাখার নিদান দিয়েছেন অর্পিতা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আজ, সোমবার প্রকাশ্য জনসভা থেকে কর্মীদের তিনি সংঘবদ্ধ হওয়ার শপথ নিতে আহ্বান করেন। এই কর্মসূচিতে উপস্থিত হন বালুরঘাটের✅ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সাংসদ খগেন মূর্মুর উদ্দেশে অর্পিতা বলেন, ‘পাঁচ বছর ধরে তিনি সাংসদ আছেন। কিন্তু কোনও মহিলাদের জন্য কোন ব্যবস্থা করেননি। সম্মানও দেননি। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী🌜 মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মহিলাদের সম্মান করেন। তাঁদের উন্নয়নের জন্য নানান প্রকল্প এই রাজ্যে বাস্তবরূপ দিয়েছেন। তাই লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা ভোট চাইতে গেলে, বাড়িতেই ধরে রাখুন।’
এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্পিতা ঘোষের বক্তব্য, ‘একদম চেপে ধরবেন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকে ১৫ লক্ষ টাকা না দিলে, বেরোতে𝄹 দেবেন না। একদম বেরোতে দেবেন না। অনেক হয়েছে, অনেক বড় বড় কথা বলেছেন। কোন সুবিধা মেয়েদের দিয়েছেন? কোন সুবিধা মানুষকে দিয়েছেন? বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আজ পর্যন্ত এই ভারতবর্ষে মেয়েদের এতখানি সম্মান কেউ দেননি। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল, মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে!’
বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করে অর্পিতার কটাক্ষ, ‘আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় পৌঁছেছে। এটা যদি আমরা মা🌊নুষকে না বোঝাতে ꧃পারি, শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করবে, মানুষকে ধর্মের আফিম খাওয়াবে, আর ভাববে গন্ডগোল বেধে থাকুক, আর ওরা সুবিধা নিয়ে যাবে। এই রাজনীতি করতে দেবেন না। মেয়েরা আটকাবেন এবারে। এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে, বোঝাবে কত ধানে কত চাল।’
আরও পড়ুন: একলা চলার বার্তা নিয়ে হাওড়াতে শুরু তৃণমূলের দౠেওয়াল লিখন, জোটღ বিশ বাঁও জলে
নয়া সংসদ ভবন নিয়েও আজ মন্তব্য করতে শোনা যায় অর্পিতাকে। তিনি বলেন, ‘নতুন একটা বাড়ি করল, পার্লামেন্ট করল, সেই দিন সাধু সন্তরা যজ্ঞ করলেন। আর দলিত মহিলা রাষ্ট্রপতিকে ডাকা হল না। কেন তিনি দলিত মহিলা, তাই তাঁকে ডাকা হল না? ভারতবর্ষে রামমন্দির তৈরি হচ্ছে। তার উদ্বোধন ক🥂রছেন ভারতবর্ষের গণতন্ত্রের মূল লোক প্রধানমন্ত্রী। কখনও গণতান্ত্রিক দেশে এটা হয়? ঢাকঢোল পিটিয়ে একটা গ্যাস দিয়েছিলেন। তারপর গ্যাসের এত দাম করেছেন যে, কিনতে পারবেন না। গ্যাস কেনার ক্ষমতা আমাদের নেই। কারণ গ্যাসের দাম এখন হাজার টাকা।’ এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের টাকা চুরির কৈফিয়ত মানুষ জিজ্ঞেস করতে পারে। তাই নিজের দোষ অন্যের উপরে চাপাতে চাইছেন। তাই উনি এখন এমন বলছে🎃ন।’