পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ মিটতেই তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল NIA. রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ 🍌লালগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন গ♐োয়েন্দারা। রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতারির পর তাঁকে কলকাতায় আনা হয়েছে। রবিবার তাঁকে NIA-র বিশেষ আদালতে তোলা হবে।
শনিবারই ১২ বছর পর প্রথম ভোট দিয়েছিলেন ছত্রধর। ভোট দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রথমবার ভোট দেওয়ার অনဣুভূতি হচ্ছে। কিন্তু ✃সেই শিহরণ বেশিক্ষণ স্থায়ী হতে দিল না NIA.
NIA-র তরফে জানানো হয়েছে তদন্ত সাহায্য করছেন না ছত🐼্রধর। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলা ও সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায় এখনো অভিযুক্ত তিনি।
দেশদ্রোহিতায় জেলবন্দি ছত্রধরকে গত বছর মুক্তি দেয় তৃণমূল সরকার। এর পর তাঁকে দলের উঁচু পদে বসান তৃ༺ণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেন জঙ্গলমহলে দলের হারানো মাটি পুনরুদ্ধারের। গত শুক্রবারও ছত্রধরকে জেরা করেছিল NIA. শনিবার ভোট মিটতেই তাঁকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।