বিডিওকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে। এমনকি বিডিওকে বদলি করিয়ে দেওয়ার🎉 হুমকিও দেওয়া হল🔴। শুধু তাই নয়, রীতিমতো জোর করে বিডিওকে অনাস্থা পত্র জমা নিতে বাধ্য করালেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ডোমকল মহাকুমার পঞ্চায়েত সমিতির সভানেত্রী রেখা বিবির বিরুদ্ধে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা।
বিডিওকে হুমকির ঘটনায় শুধুমাত্র ওই তৃণমূল নেত্রীই ছিলেন না, তার পাশে ছিলেন ডোমকল মহকুমার ৫ নম্বর সারাংপুর অঞ্চল তৃণমূল সভাপতি বাꦛসির মোল্লা-সহ পঞ্চায়েত স্তরের একাধিক নেতা কর্মীরা। জানা গিয়েছে, পাঁচ নম্বর সারাংপুর পঞ্চায়েতের প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা জমা দিতে গ♉িয়েছিলেন পঞ্চায়েতের ১২ জন সদস্য। কিন্তু বিডিও সেই অনাস্থায় অনুমতি দেননি। এরপর বৃহস্পতিবার দুপুরে বিডিওর অফিসে যান ওই তৃণমূল নেত্রীসহ তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা। সেখানে তারা জোর করে বিডিওকে অনাস্থাপত্র জমা নিতে বাধ্য করেন বলে অভিযোগ।
অনাস্থাপত্র জমা দেওয়ার আগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ করেন তারা। এরপর বিডিও তাদের বিক্ষোভের কারণ জানতে চাইলে তাকে হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। এমনকি অনাস্থা পত্রে বিডিওর সাক্ষরের জন্যও হুমকি দেন তিনি। বিডিও ওই অনাস্থা পত্রে কী লেখা রয়েছে জানতে চাইলে তাকে নিজেই পড়ে নিতে বলেন তৃণমূল নেত্রী। যদিও অঞ্চল সভাপতি বসির মোল্লা বিডিওর বিরুদ্ধে অনাস্থাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ডোমকলের বিধায়ক জাফিকুল হোসেন। তার বক্তব্য, এই ধরনের কোনও ঘটন♏া ঘটেনি। বিজেপি সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি করছে।