𝓡 আগামী বছর থেকে নন্দীগ্রামে ১৪ মার্চ ‘শহিদ’ স্মরণ করতে আর দেখা যাবে না তৃণমূলকে। বৃহস্পতিবার নন্দীগ্রামের গোকুলনগরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আগে শাসকদলকে এই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামে কলকাতা থেকে আসা তৃণমূল নেতাদের পরিযায়ী বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন: ﷽শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি, খুন ব্যক্তি
𒈔এদিন মোটরসাইকেলে করে অনুষ্ঠান স্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। এর পর তিনি বলেন, ‘আগে যারা আসত না, তারা এখন আসে। আগে তো প্রথম প্রথম ২১ সালে ২২ সালে আমাকে ঢুকতে দেবে না। আমাকে তো একবার রাতে আসতে হয়েছে। একবার হাইকোর্ট থেকে অর্ডান নিয়ে আসতে হয়েছে। কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কখনও কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ভদ্রতা - সভ্যতা জানি। আমাদের নেতারা বলে এসেছেন, আমরা ১১টার মধ্যে সবাই চলে যাব তার পর পরিযায়ী পাখিরা যদি আসতে চায় আসুক। কোনও অসুবিধা নেই'।
⛎এর পরই চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দুবাবু বলেন, 'এবছরটা ওদের শেষ আসা। পরের বছর আর পাবেন না এদের। যেমন হুমকি বন্ধ হয়ে গেছে, আমি বাইক করে এলাম। আগে খারাপ কথা বলত। রাস্তায় গণ্ডগোল করত। এখন সেই সাহস শেষ হয়ে গেছে। আর কথা দিয়ে গেলাম। এই লোকগুলোর এবছর লাস্ট। মিলিয়ে নেবেন আমার সঙ্গে। ২৫ সালে আপনি এদের দেখতে পাবেন না’।
আরও পড়ুন: ܫওই চোর পরিবারের কাউকে BJP নেবে না, বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন শুভেন্দু
ꩵএবারও নন্দীগ্রাম দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয় চরম টানাপোড়েন। পুলিশের তরফে বিজেপিকে সকাল ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে বলা হয়। তার পর সময় নির্ধারিত করা হয় তৃণমূলের জন্য।