আবার বিস্ফোরক মন্൩তব্য করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের রীতিমতো হুমকি দিলেন তিনি। চারদিন আগেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার আবার বিরোধীদের হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলার মালতিপুরের বিধায়ক আবদুর রহ🐽িম বক্সি।
ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক? বিরোধীদের বুথছাড়া করার হুঁশিয়ারি দিয়ে আবদুর রহিম বক্সি বলেন, ‘অনেক সহ্য করেছি, আর নয়। পঞ্চায়েত নির্বাচনে বুথে কোনও বিরোধী থাকবে না। শুধু তৃণমূল কংগ্রেস থাকবে। তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা আর তোমাদের সহ্য করব না। তোমরা যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করছো, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেব। বুথছাড়া করবে তোমাদের। সিপিআইএম শূন্য থাকবে, কংগ্রেস শূন্য থা🤡কবে, বিজেপিও শূন্য থাকবে। তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। আমি সকলকে সাবধান করে দিতে চাই। আগামী দিনে বিরোধীদের বুথে কোনও স্থান নেই। তোমরা বুথের বাইরে থাকবে। তৃণমূল কংগ্রেস 🐟সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পাশে থাকবে।’
ঠিক কী বলছে বিজেপি? এই মন্তব্যের পালটা মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘এমনিতেই তৃণমূল কং💟গ্রেস জেলায় জেলায় পঞ্চায়েতের টাকা চুরি করে ফাঁক করে দিয়েছে। আগামিদিনে পঞ্চায়েতে আরও টাকা লুট করবে বলে এখন থেকেই বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিচ্ছে। এবার ম♏ানুষই প্রতিরোধ গড়ে তুলবে। তৃণমূল কংগ্রেসের চুরি রুখতে মানুষ পথে নামছে। ভোটেই সেটা টের পাবে তৃণমূল।’ তৃণমূল–বিজেপি পারস্পরিক মন্তব্য করে রাজ্য–রাজনীতিতেꦑ হাওয়া গরম করছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, চারদিন আগে এই তৃণমূল কংগ্রেস বিধায়কই বলেছিলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলব। একটা দল ৩৪ বছর পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। সিপিআইএম–বিজেপি–কংগ্রেসের বন্ধুরা জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা চুপ করে রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস হাতে বালা পড়ে বসে নেই। বাঁশ দেখালে হাত খসিয়ে ফেলা হবে। পা কে꧃টে নেওয়া হবে। যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও সংঘর্ষে জড়ানো যাবে না। কাউকে বুথে আটকানোর অভিযোগ যেন না ওঠে। নির্বাচন নিরপেক্ষ করতে হবে। তাতে কয়েকটি আসন কম পেলেও কিছু যাবে আসবে না।