প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ব্যাপক ভাঙচুর চালাল দলেরই একাংশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হলেন দলের প্রাক্তন অঞ্চল সভাপতি। ঘটনা উত্তর ২৪ পরগনার মাটিয়ার। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারও এলাকায় চাপা উত্তেজনা ছিল।ঘটনার সূত্রপাত সোমবার সকালে, আবাস যোজনার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে সেজন্য তিনিই দায়ী বলে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি হাবিবুরজামানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন এলাকার প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লাহ। এর পর দলবল নিয়ে পালটা বিক্ষোভ দেখাতে স্থানীয় বিবিপুর – বেগমপুর পঞ্চায়েতের সামনে আসেন হাবিবুর। আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান স্বজনপোষণ করেছেন বলে দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কিছুক্ষণ পর পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে পঞ্চায়েত অফিসের সামনে টাকি রোড অবরোধ করে তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের উচ্ছেদ করে। সঙ্গে হাবিবুরসহ ৭ জনকে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেফতার করে। ঘটনার পর থেকে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব। ঘরোয়া কোন্দলে পঞ্চায়েত অফিস ভাঙচুরের ঘটনায় মুখ খুলতে চাইছেন না ব্লক থেকে জেলার কোনও নেতা।