আজ, বুধবার ইডির তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন সকালে মন্ত্রী পৌঁছন সল্টলেকে ইডির দফতরে। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথ সিনহাকে। তাঁর বাড়িতে আগে ইডি হানা দিয়েছিল। আর তল্লাশি করে মিলেছিল 𓆉৪১ লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেটা বেশ আলোড়ন ফেলে দেয়। তবে এখানে থেকে থাকেননি ইডি অফিসাররা। আজ বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তাতেই দিলেন সাড়া।
এমনিতেই আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। তাতে চাপে আছে রাজ্য সরকারও। সেখানে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন🐽্দ্রনাথ সিনহাকে ইডির তলব বেশ তাৎপর্যপূর্ণ। সত্যিই কি মন্ত্রী নিয়োগ দুর্নীতিতে যুক্ত? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। কদিন আগেই অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর হাতে থাকা কারা দফতর যায় চন্দ্রনাথ সিনহার হাতে। এই চন্দ্রনাথ সিনহার নাম নিয়োগ মামলায় হাতে পায় তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরি থেকে। তারপর থেকেই শুরু ধরপাকড়।
আরও পড়ুন: রাজ্যজুড়ে খুলছে ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি, ন্যায্য দামে হরেকরকম মাছ পাবেন বঙ্গবাসী
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালানোর সময় মন্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সেখান থেকে কিছু তথ্য হাতে পেয়েছেন অফিসাররা। তাই ꦿচন্দ্রনাথকে এবার তলব করা হয়েছে। বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। আর চন্দ্রনাথের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেন অফিসাররা। সেই ফোন থেকে তথ্য পাওয়ায় সেগুলি এখন যাচাই করতে চায় ইডি। তাই ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলে সেই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। তাঁর সামনেই ফোন থেকে তথ্য উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করা হয়।