ফের দুর্নীতি নিয়ে সরব হলেন খড়দহের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার খড়দহ বিধানসভার বিলাকান্দায় দলের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানেই দুর্নীতিতে যাঁরা অভিযুক্ত এবং জেল খাটছেন তাঁদের উদ্দেশে বার্তা দেন তিনি। রাজ্যে একাধিক নেতা–মন্ত্রীর নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে এক নেতা এবং এক মন্ত্রী এখন জেলে। এই পরিস্থিতিতে শোভনদেবের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ☂।
ঠিক কী বলেছেন রাজ্যের কৃষিমন্ত্রী? রাজ্যে দুর্নীতি নিয়ে অনেকেই সরব হয়েছꦜেন। তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন বিরোধীরা। এই অবস্থায় শোভনদেব বলেন, ‘বিধানসভায় আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল কাউকে স্বীকার করবে না। যে চোর, সে চোর। 🌞প্রমাণ হলে, দল তাঁকে সহ্য করবে না। সে যেই হোক। তাই বলে সবাই খারাপ, এটা হতে পারে না।’
ঠিক কী ঘটেছে রাজ্যে? এসএসসি, গরু পাচার, কয়লা পাচার–সহ বিপুল পরিমাণ অর্থ সামনে আসা🎐 নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ন😼েতা–মন্ত্রীদের। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই। আর এসএসসি🃏 নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখ🥀োপাধ্যায়। দু’জনেই রয়েছেন জেলে। আবার গ্রেফতার হয়েছেন, কল্যাণময়, শান্তিপ্রসাদ, সুবীরেশ। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।