নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানদের এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। দুর্নীতির সঙ্গে যুক্ত হলেই প্রধান পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুঁশꦑিয়ারি দিয়েছেন। নিজের সম্মান যদি বাঁচাতে চাইলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই মন্তব্য করার পর থেকে জোর চর্চা শুরু হয়েছে। আসলে দলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই যেখানে আরও ভাল ফল হওয়ার কথা সেখানে মোটামুটি ফল হয়েছে। এই দেখেই এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে।
এদিকে বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসের সবাই চোর এমন মন্তব্য করে থাকে। যা সহ্য করতে রাজি নন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তাই তিনি আজ, শুক্রবার বলেন, ‘কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্ﷺগে যুক্ত থাকে তাহলে তাঁকে প্রধান পদ থেকে তাড়িয়ে দেব। সে যত বড় প্রধান হোক না কেন।’ ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নবনির্বাচিত ভাঙড়–২ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান–উপপ্রধান এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করেন সওকত মোল্লা। সেখানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলামও। আর সেখানেই এমন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। যার কোনও বিরোধিতা করেননি আরাবুলও।
অন্যদিকে ব্লক থেকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করার নির্দেশ দেন সওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। পরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং হুঁশিয়ারি দেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, ‘নিজের সম্মান যদি বাঁচাতে চান কন্ট্রাক্টরদের সঙ𝕴্গে যোগাযোগ বন্ধ করুন। কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁকে প্রধান পদ থেকে সরিয়🌄ে দেব। যত বড় প্রধানই হোক না কেন।’ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে বলেও হুঁশিয়ারি দেন সওকত–আরাবুলরা। আসলে এবারও অনেক ভোট বিরোধীদের দিকে চলে গিয়েছে। তাঁরা দুর্নীতির কথা শুনেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি। এটা আর হতে দিতে চান না তাঁরা। তাই আগাম এই হুঁশিয়ারি দিয়ে রাখা হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এবার মহালয়ায় সূর্যগ্রহণ দেখা যাব✅ে! আগে কখনও এমন ঘটনা ঘটেছিল?
আর কী বলা হয়েছে? যে সব প্রধান এবং উপপ্রধান মহিলা🔯 তাঁদের দলীয় এবং প্রশাসনিক বৈঠকে আসার কথা বলেছেন উপস্থিত নেতৃত্ব। এই বিষয়ে বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘দলের হয়ে কাজ করতে হবে। প্রধান পদ সামলানোর পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার কাজ করতে হবে। টেবিলের মাঝে মদের বোতল রেখে ভাজাভুজি নিয়ে গল্প চলবে না। পাশ দিয়ে যে লোকটা যাবেন তিনি আপনার সম্পর্কে কী ভাববেন! এসব কিন্তু দল রেয়াত করবে না। কারণ তাঁরা শুধু নিজেকে কলঙ্কিত করছেন না, তাঁরা দলকে কলঙ্কিত করছেন। আমার খুব স্পষ্ট কথা, আপনার আচার আচরণের জন্য দল ক্ষতি কিন্তু মেনে নেওয়া হবে না।’