আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দ൩ারের নামে নিয়োগ দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আর এক বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এবার তাঁদেরকে মানহানির নোটিশ পাঠালেন হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। কারণ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চিঠি ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করা হয়েছিল। এখানেই শেষ নয়, এই দু’জন বিজেপি নেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
এদিকে সাংসদ অপরূপা পোদ্দারের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, ‘আমার মক্কেলের নামে একটি ভুয়ো চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা♈র চেষ্টা করেছেন ওই দু’জন। নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। আমার মক্কেল অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি। আর দু’জনকেই মানহানির নোটিশ পাঠিয়েছি।’ অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চে🅺য়ে মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
কিন্তু সাংসদ কী বলছেন? অন্যদিকে তিনি আগেই জানিয়েছিꦍলেꦺন এই অভিযোগ ভুয়ো। আর এটার তিনি শেষ দেখে ছাড়বেন। আর আজ, শুক্রবার আইনি নোটিশ পাঠিয়ে সাংসদ অপরূপা বলেন, ‘শুভেন্দু’দা এবং তরুণজ্যোতি তিওয়ারি’দাকে সম্মান জানিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে মামলা করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলাম। আর আসল তথ্য সামনে আনুন। এবার আদালতে দেখা হবে।’ যদি এই দুই নেতা ক্ষমা না চান তাহলে জল যে অনেকদূর গড়াবে সেটা বুঝিয়ে দিয়েছেন সাংসদ। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসে ফিরতে হল🦄ে কান ধরে ফিরতে হবে শুভেন্দু অধিকারীকে। এবার আরও কড়া পদক্ষেপ করলেন।
বিজেপির বক্তব্য ঠিক কী? অপরূপা পোদ্দারের আইনি পদক্ষেপে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব। তাই না🌠টাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘যে সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূন♈তম সম্মান না দেখিয়ে তুইতোকারি করে অসম্মান করতে পারেন, তাঁর পক্ষে যে কোনও ধরনের অন্যায় করা সম্ভব বলে আমরা মনে করি। অভিযোগ যখন উঠেছে তখন তার বিচার আইনত হবে।’ যদিও শুভেন্দু অধিকারী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবা👍র HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.oneli✃nk.me/277p/p7me4aup