গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল। আজ, শুক্রবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে পুলিশের গাড়ি করে অনুব্রত মণ্ডলকে বিশেষ সিবিআই আদালতে পেশ করജা হয়েছে। আদালত চত্বরে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলের মেয়াদ শেষ হতেই আজ সিবিআই আদালতে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে পেশ করা হল। কলকাতা হাইকোর্টে ঝুলে আছে জামিন মামলার আর্জি। আবার নয়াদিল্লি যাওয়া ঠেকাতে দিল্লি হাইকোর্টেও মামলা করেছেন অনুব্রত। দুই রাজ্যের হাইকোর্টে জোড়া শুনানি আটকে রয়েছে।
ইতিমধ্যেই ইডি তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করার। আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল বাড়ি থেকে। তারপর কিছুদিন🀅 আগে ইডি জেলে গিয়ে গ্রেফতার করেছে কেষ্টকে। গত ২৫ নভেম্বর আসানসোল সিবিআই আদালতে অনুব্রতর জামিনের আবেদন করা হয়নি। অনুব্রতর আইনজীবী শুধুমাত্র চার্জশিটের কপি সিবিআইয়ে𓂃র কাছে তখন চেয়েছিলেন। আর মোবাইল ফোন যেটা বাজেয়াপ্ত করা হয়েছিল সেটা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন।
এদিকে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের নয়াদিল্লি যাত্রা নিয়ে টানাপোড়েন চলছে। গরুপা🐭চার মামলায় অনুব্রতকে নয়াদিল্লিতে নিয়ে যেতে চায় ইডি। সেটা আটকাতে দিল্লꦬি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। তাঁর হয়ে সওয়াল করেছেন কপিল সিব্বল। আবার একই সঙ্গে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত জামিন পেতে কলক📖াতা হাইকোর্টে আব🔜েদন করেছেন। সেই মামলাটি আগামী ১৬ ডিসেম্বর শুনানি হওয়ার কথা।
অন্যদিকে অনুব্রত মণ্ডলকে সিবিআই আদালতের আনা হলেও শুনানি হবে কিনা🃏 তার নিশ্চয়তা নেই। যেহেতু দুই হাইকোর্টে মামলা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আসানসোল আদালতে পেশ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাহলে কী জামিন পাবেন না অনুব্রত? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি এখন নতুন করে তদন্ত শুরু করেছে। অনুব্রতর অঙ্গুলিহেলনে সর🍨কারি চাকরি কারা পেয়েছিল, টাকা দিয়ে পেয়েছিল কিনা—এসব তদন্ত শুরু হয়েছে।