আজ ভাতৃদ্বিতীয়া। ভাইয়ের মঙ্গল কামনা করে বোন–দিদিরা ফোঁটা দিয়ে থাকেন। চিরাচরিত এই সম্পর্ক আজও এভাবে পালিত হয়ে আসছে। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা……’, মন্ত্রে রাজ্যজুড়ে ভাইফোঁটায় সামিল হয়েছেন ভাই–বোন–দিদিরা। আর তার মধ্যেই নেমে এল শোকের ছায়া। দিদির কাছ থেক🐼🥃ে ফোঁটা নিয়ে আর ফেরা হল না ভাইয়ের। কারণ মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।
ঠিক কী ঘটেছে মালদায়? স্থানীয় সূত্রে খবর, মো♈টরবাইক নিয়ে মালদার দিলালপুর থেকে ফিরছিলেন দুই বন্ধু। কিন্তু কিছুক্ষণ বাদে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। সেখান থেকে ছিটকে পড়েন দুই বন্ধু। তখন স্থানীয়রা তাঁদের তুলে হাসপাতালে নিয়ে যান। একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত আর এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। আজ, বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকায়।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, আজ সকালে দুই বন্ধু দিলালপুর থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। নিত্যানন্দপুর এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার 🐭পাশে ছিটকে পড়েন তাঁরা। সꦜ্থানীয়রা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত যুবকের নাম অঙ্কুশ মণ্ডল (২৬) এবং আহত যুবক শেখর মণ্ডল (২৪) হাসপা🗹তালে চিকিৎসাধীন।