দলীয় প্রার্থী পিছিয়ে থাকায় গঙ্গারামপুর পুরসভার ১৮টি ওয়ার্ডে জল ও পথবাতি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলি পুরপ্রধানের বিরুদ্ধে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভা। বালুরঘাটে প্রায় ১০ হাজার ভোটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র তৃণমূল প্রার🌟্থী বিপ♔্লব মিত্রের ভাই। হারের বদলা নিতেই গঙ্গারামপুরবাসীর ওপর তৃণমূল নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ তুলে রবিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি।
আরও পড়ুন - 🥂'ভোটে জিতে ২৩৯ টাকার রিচার্জের সুযোগ দিচ্ছেন মমতা', সেই লিঙ্কে ক্লিক করলেই বিপ𝐆দ
পড়তে থাকুন - 'সাড়ে ৮ ঘণ্টা লে⛦টে শিয়ালদায় এল লোকাল', মালপত্র নিয়ে লাই𓃲নে রাজধানীর যাত্রীরা
গঙ্গারামপুর পুর এলাকায় লোকসভা ভোটে ১২ হাজার ভোটে পিছিয়ে তৃণমূল। শহরের সমস্ত ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে শাসকদল। পুরপ༺্রধানের নিজের ওয়ার্ডেও লিড দিতে পারেনি তারা। গঙ্গারামপুর পুর এলাকাতে পিছিয়ে পড়েই বিপ্লব 🍸মিত্রের হার হয়েছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সকালে শহরের ৪টি ওয়ার্ডের জল সরবরাহ বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে শহরের ১৮টি ওয়ার্ডে কোথাও জ্বলেনি পথবাতি। গোটা শহরে বন্ধ জল সরবরাহ।
পাম্প চালানোর দায়িত্বে থাকা পুর কর্মীরা জানিয়েছেন, কাউন্সিলররা হুমকি দেওয়ায় পাম্প চালানোর সাহস🎉 দেখাননি তাঁরা। বিদ্যুৎᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দফতরের তরফে জানানো হয়েছে, পথবাতিতেও কোথাও কোনও সমস্যা নেই।
তবে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মানিক রায়ের দাবি, ‘কাউকে হুমকি দেওয়া হয়নি। যান্ত্রিক ত্রুটির জন্য জল সরবরাহ বন্ধ রয়েছে।’ পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিক জীতাদিত্য ঘোষ জানিয়েছেন, ‘কোথাও কোনও সমস্যা নেই। জল সরবরাহ যাতে স্বাভাবিꦯক থাকে সেটা দেখতে বলেছি।’
আরও পড়ুন - পরিযায়ী শ্🌠রমিকদের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিতে মরিয়া রাজ্য সরকার
এই ঘটনায়🌺 তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘শহরের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে তৃণমূল আলো - জলের মতো জরুরি পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই কাজ দেশে একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। এরকম প্রতিহিংসাপ্রবণ দল দুনিয়ায় আছে কি না সন্দেহ।’
শহরে আলো - জল বন্ধের প্রতিবাদে রবিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ💝 দেখায় বিজেপি। এব্যাপারে তৃণমূলের তরফে কেউ প্রতিক্রিয়া দিতে চায়নি। বিপ্লব মিত্রের ভাই শার্দুল মিত্র দাবি করꦡেন, ‘যান্ত্রিক ত্রুটির জন্য জল – আলো বন্ধ থাকতে পারে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।’