মহাষ্টমীর রাতে 🦋দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল। আর তার জেরে মৃত্যু হল দু’জনের। উৎসবের আবহে শোকের ছায়া নেমে এসেছে বুনিয়াদপুরে। তীব্র গতিতে চালানো হচ্ছিল মোটরবাইক। উল্টোদিক থেকেও বেশ জোরে আসছিল আরও একটি মোটরবাইক। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাছে আসতেই। তখন মুখোমুখি সংঘর্ষ হয়। আর দু’জন মারা যায়।
ঠিক কী ঘটেছে বুনিয়াদপুরে? স্থানীয় সূত্রে খবর, সোমবা💎র বেশি রাতে বুনিয়াদপুর সারাইহাট এলাকায় ৫১২ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। এখানে দুটি মোটরবাইকে মোট চারজন ছিলেন। অর্থাৎ এক একটি মোটরবাইকে দু’জন করে। পুজোর রাতে তীব্র গতিতে মোটরবাইকে করে তাঁরা আসছিলেন। এমন সময় উল্টোদিক থেকেও একটি দ্রুত গতির মোটরবাইক চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তখনই দু’জনের মৃত্যু হয়। আর বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তারপর সেখানে কী ঘটল? এই ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইকের চার আরোহীকে 𒀰গুরুতর আহত অবস্থায় রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বল🧸ে ঘোষণা করে। বাকি দু’জনকে গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্ত☂র করা হয়েছে বলে খবর।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, তীব্র গতির বলি হয়েছেন দু’জন। মৃতরা হলেন পলাশ মণ্ডল ( ৩০ )। তাঁর বাড়ি বংশীহারী শ্যামপুরে। অপরজন মালদার বাসিন্দা, করোনাথ মুণ্ডা (১৯)। জখম বাকি দু’জনের নাম জানা যায়নি। পুলিশ মোটরবাই🐻ক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।