একই দিনে একইসঙ্গে দু'টি💝 বিরল অস্ত্র প্রচার হল কল্যাণীর কলেজ অব মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে। বৃদ্ধার গলব্লাডার স্টোন এবং ডিম্বাশয়ের টিউমার ল্যাপরোস্কপি করে বাদ দেওয়া হল। এই ধরনের অস্ত্রোপচার 🤪কল্যাণীর এই হাসপাতালে সচরাচর হয় না। ফলে কল্যাণীর কলেজ অব মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে এই অস্ত্রোপচারকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ‘যে বুথে ভোট পা꧋ইনি সেখানে আগে জলের লাইন দেব’ আশ্বাস দিলেন অভিষেক
হাসপাতাল সূত্রে জানা গ꧃িয়েছে, ৬৮ বছর বয়সি ওই বৃদ্ধা দিন কয়েক কাকে পেটে যন্ত্রণা নিয়ে কল্যাণীর ওই হাসপাতালে আসেন। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন ওই বৃদ্ধার গলব্লাডারে স্টোন রয়েছে এবং ডিম্বাশয়ে একটি টিউমার রয়েছে। অবস্থা বুঝে গলব্লাডারের স্টোন বার করার পাশাপাশি টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন 🃏চিকিৎসকরা। চিকিৎসকদের আশঙ্কা ছিল টিউমার থেকে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে।