যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার। তারপরেও এখনও বহু ভারতীয় সেখানে আটকে রয়েছেন। বেঁচে থাকার জন্য প্রাণপণ পালিয়ে আসার চেষ্টা করছেন প্রত্যেকেই। যারমধ্যে অনেকেরই সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। আর তাতেই চিন্তিত আটকে থাকা ভারতীয়দের পরিবার। গত দুদিন ধরে দুই ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া মুক্তারপুর এলাকার হালদার পরিবার। তাদের কোনও বিপদ হয়নি তো! এই দুশ্চিন্তা এখন তাদের কুড়ে কুড়ে খাচ꧃্ছে। তারা এখন কোথায় রয়েছেন? কীভাবে রয়েছেন? তা কিছুই জানতে পারছেন না পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা 𒆙গিয়েছে, ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন দুই ভাই বিভাষ হালদার ও দীপক হালদার। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের পর বর্তমানে সেখানেই আটকে তাঁরা। তাদের সঙ্গে শেষবার পরিবারের কথা হয়েছিল বুধবার বেলা একটা নাগাদ। পরিবারের সদস্যের তারা জানিয়েছিলেন ট্রেনের উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন। তারপর থেকেই তাদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।
সুভাষ হালদার নামে পরিবারের এক সদস্য জানান, ‘তাদের সঙ্গে শেষবার যখন কথা হয়েছিল তখন তাদের কাছে খুব বে🎃শি অর্থ ছিল না। এটিএম পরিষেবা সব বন্ধ রয়েছে। শুধুমাত্র কিছু ফাস্ট ফুড ছিল তাদের কাছে। এখন তারা কি অবস্থায় আছে, কেমন আছে কিছুই জানিনা।’ কয়েক দিন আগেই এক ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনা আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে হালদার পরিবারের। এখন তারা চাইছেন অবিলম্বে দুই ছেলে নিরাপদে ঘরে ফিরে আসুক।