পঞ্চায়েতে প্রায়ই দুর্নীতির অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে বেশিরভাগই অভিযোগ ওঠে প্রধানদের বিরুদ্ধে । সেই অভিযোগ কার্যত মেনে নিলেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান,🐲 পঞ্চায়েতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের টিকিট দেওয়া হয়নি। তাছাড়া, আগামী দিনে দুর্নীতিতে অভিযুক্তদের প্রধান পদ দেওয়া হবে না বলেও জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও কটাক্ষ করেন। কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে আয়োজিত তৃণমূলের ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন উদয়ন গুহ।
আরও পড়ুন: জয়ী প্🔯রার্থীদের ওপর ভরসা নেই উদয়নের, জয়ের সার্টিফিকেট জমা রাখার নির্দেশ
রবিবার দিনহাটার পাঁচ ꦬমাথার মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উদয়ন গুহ বলেন, ‘আমাদের কিছু ত্রুটি হয়েছিল। তবে এবার যে সমস্ত প্রধানদের বিরুদ্ধে অথবা পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদের দল থেকে টিকিট দেওয়া হয়নি। আবার দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে অনেকের নাম প্রধানের তালিকা থে꧂কে বাতিল করা হয়েছে।’ তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের নাম বাতিল করা হয়েছে।’ একইসঙ্গে রাজ্যের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন উদয়ন। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার একটি খেলা শুরু করেছে। বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। ’
উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রায়ই সরব হতে দেখা যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের অন্যান্য নেতাও প্রায়ই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে থাকেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা। পরে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন।🤪 ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে মামলাও হয়েছিল আদালতে। তবে পরবর্তী সময়ে ব্লকে ব্লকে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নেই তৃণমূল। সেই কর্মসূচিতে যোগ দিয়ে এই দিন উদয়ন এই মন্তব্য করেন।