উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পারিবারিক যুদ্ধ ক্রমেই আইনি পথের দিকে এগোচ্ছে। কিছুদিন আগে উদয়ন গুহর ভাগ্নি তথা বিজেপি কর্মী উজ্জয়িনী রায় অভিযোগ তুলেছিলেন, একদা বীজ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন উদয়ন গুহ। তার ভিত্তিতে উজ্জয়িনী রায়কে আইনি নোটিশ পাঠালে𒐪ন উদয়ন গুহ। তাঁর পুত্র সায়ন্তন গুহ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন। ত๊াঁর বক্তব্য, উজ্জয়িনী যে অভিযোগ এনেছেন তার কোনও প্রমাণ নেই। থানাতেও কোন অভিযোগ নেই। ১৫ দিনের মধ্যে তিনি এ নিয়ে ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও আইনি নোটিশ পাওয়ার পরেও নিজের বক্তব্য থেকে🐈 সরতে নারাজ উজ্জয়িনী। তিনি বলেন, ‘আমি চাই বিষয়টি কোর্টে উঠুক। কোর্টে আসলেই সমস্ত সত্য জানা যাবে।’ দিন কয়েক আগে উজ্জয়িনী অভিযোগ করেছিলেন, কমল গুহ যখন মন্ত্রী ছিলেন তখন 🍌উদয়ন গুহ বীজ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি অন্যান্য দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এরপরেই অবশ্য পালটা উজ্জয়িনীকে আক্রমণ করতে ছাড়েননি উদয়ন গুহ। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘বীজ কেলেঙ্কারিতে কোনও থানায় কোনও অভিযোগ নেই আমার বিরুদ্ধে। অভিযোগ থাকলে আমি মন্ত্রীত্ব ছেড়ে দেব।’ তারপরে সাংবাদিক বৈঠক করে আইনি নোটিশ পাঠানোর কথা জানালেন মন্ত্রীপুত্র।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে প্রয়াত বাবা কমল গুহকে দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে পড়েছিলেন উদয়ন গুহ। এই মন্তব্যের পরে বিরোধীরা নানাভাবে কটাক্ষ করেন উদয়নকে। তারপরেই আসরে নামেন উজ্জয়িনী রায়। তিনি পালটা উদয়নকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমার দাদু কমল গুহ দুর্নীতির সঙ্গে জড়িয়ে আমরা মানতে পারছি না। গত কয়েক মাস ধরে শাসকদলের বিভিন্ন নেতা মন্ত্রী দুর্নীতিতে জড়িত। এমনকী তাঁর পদত্যাগের দাবি করেন। শনিবার উদয়ন পুত্র সাংবাদিক সম্মেলন 🤡করে জানান, উজ্জয়িনীর মন্তব্যের জন্য ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7meꦜ4au🍒p