দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কনভয়। শুক্রবার সন্ধ্যায় আসানসোলের জামুড়িয়ার কাছে ঘটনাটি ঘটে। উল্টোদিক থেকে আসা এক গাড়ি কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশল। বাবুল সুপ্রিয়র ক🥀োনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
এদিন আসানসোলে দলীয় কাজ সেরে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবুল। তখনই আসানসোলের ২ নম্বর জাতীয় সড়কের ওপরে সাতগ্রাম মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশলের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনা থেকে কোনওভাব💦ে রক্ষা পেয়েছে বাবুলের গাড়ি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই জাতীয় সড়ꦕকে যানজটের সৃষ্টি হয়। বিজেপি–র সাংসদের কনভয়ে এমন দুর্ঘটনার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অভিযোগ, ঘাতক বোলেরো গাড়িটি লেন ভেঙে কনভয়ে ঢুকে পড়ে। ওই গাড়ির চালককে গ্রেফতা💖র করেছে জামুড়িয়া থানার পুলিশ। অভিযোগ, ধৃত চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একইসঙ্গে গাড়িতে থাকা আরোহীদের 🐻জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ। এদিকে, ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিজেপি–তৃণমূল চাপানউতোর। এ ঘটনার পিছনে কোনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী থাকতে পারে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।