ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড প্রক্রিয়া। যে প্রার্থীদের নাম ইন্টারভিউ তালিকায় উঠেছে, তাঁরা ��স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westben🔥galssc.com-তে গিয়ে কল লেটার ডাউনলোড করতে পারবেন।
কীভাবে কল লেটার ডাউনলোড করবেন?
১) -তে যান।
২) সেখানে ‘Click here to download intimation letter for interview in c/w 1st SLST(AT), 2016 (Upper-Primary Level Except Physical Education an⛎d Work Education)’-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে Application ไId. বা TET Roll No, জন্মতারিখ, সিকিউরিটি কোড লিখুন। ত💟ারপর লগইন করুন।
৫) কল লেটার ডাউনলোড করে নিন।
কল লেটার ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক - ।
শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানꦫো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া। সেজন্য শুক্রবার বিকেল ৪ টে থেকে কল লেটার ডাউনলোডের প্রক্রিয়া শুরু হচ্ছে। তারইমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী ৪ অগস্ট পর্যন্ত যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
ইন্টারভিউয়ের জন্য কী কী নথি লাগবে?
যাচাইয়ের জন্য শংসাপত্র , মার্কশিট-সহ যাবতীয় প্রাসঙ্গিক নথির আসল কপি এবং ফ♈োটোকপি নিয়ে যেতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাইয়ের সময় যদি তথ্যের কোনও গরমিল হয়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের কাছে যেতে দেওয়া হবে না। নির্দিষ্ট 🐭দিনে যদি কোনও প্রার্থী ইন্টারভিউ দিতে হাজির না হন, তাহলে তিনি দ্বিতীয় সুযোগ পাবেন না।