পূর্ব বর্ধমান জেলার এসএফআইয়ের নতুন সম্পাদকের দায়িত্ব পেলেন দলের এক নেতার কন্যা উষসী রায়চৌধুরী। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর কন্যা তিনি। এতদিন অনির্বাণ রায়চৌধুরী ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক। তবে সম্প্রতি আরজি কর নিয়ে সরব হওয়ার পরেই উষসীর প্রচারে উঠে আসেন। এরপরে তরুণ এই নেত্রীকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। উল্লেখ্য, এই প্রথম কোনও তরুণী পূর্ব বর্ধমানের এসএফআইয়ের জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন । তবে ꦡদলের পদে পরিবারবাাদের অভিযোগ উঠতেই তা খারিজ করে দিয়েছে সিপিএম।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের? বেহালা থেকে দুই🍰 বাম নেতাকে লালবাজারে🎀 তুলে নিয়ে গেল পুলিশ
তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনে সরব হয়েছিলেন উষসী। শুধু তাই নয় করোনার সময়ও তিনি পড়াশোনার পাশাপাশি সিপিএমের ছাত্র সংগঠনের কর্মসূচিতে নিয়মিত 🤡যোগ দিয়েছেন। খণ্ডঘোষে এসএফআইয়ের দুদিনের সম্মেলন হয়। সম্মেলন শেষে উষসীর নাম ঘোষণা করে নেতৃত্ব। এর পাশাপাশি পূর্ব বর্ধমানের এসএফআইয়ের সভাপতি করা হয়েছে প্রবীর ভৌমিককে। খণ্ডঘোষে এসএফআইয়ের ৩৪তম জেলা সম্মেলন হয়েছিল। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলে দুদিন ধরে। আজ সম্মেলনের শেষ দিনে তাঁর নাম ঘোষণা করা হয়।
নেতৃত্বের মতে, এই প্রথম পূর্ব বর্ধমানের জেলা সম্পাদকের পদে কোনও তরুণী দায়িত্ব পেলেন। উষসী ঘোষের প্রশংসা করেন অনির্বাণ। তিনি জানান, উষসী একজন মেধাবী ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। পিএইচডি করবেন। জেলার ইতিহাসে প্রথম কোনও ছাত্রী জেলা সম্পাদক হলেন। তিনি জানান, উষসী মাধ্যমিকের ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন। করোনার সময়ে শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি সংগঠনের কাজ করেছিলেন। মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। এসএফআইয়ের মুখপত্র ‘ছাত্র সংগ্রাম’ পত্রিকার সাব এডিটর তিনি। শꦯুধু তাই নয়, পূর্ব বর্ধমান জেলাযꦏ় এসএফআইয়ের সম্পাদকমন্ডলীর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। আর এবার জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন।