বেআইনিভাবে বসানো হচ্ছে মোবাইল টাওয়ার। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, 🌸প্রশাসনের কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে টাওয়ার বসানো হচ্ছে জনবসতিপূর্ণ এলাকায়। অবিলম্বে মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেন দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ধলপাড়া পঞ𒆙্চায়েতের লস্করপুর গ্রামের বাসিন্দারা। শনিবার মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত তাঁরাই নির্মাণ কাজ বন্ধ করে দেন।
গ্রামবাসীদের অভিযো💮গ, এলাকার বাসিন্দা আক্রামুল মণ্ডল নামে একজনের জমিতে টাওয়ারটি বꦏসানো হচ্ছিল। সেখানে প্রথম থেকেই একটি বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর প্রতিবাদ জানিয়েছিলেন গ্রামবাসীরা। এরজন্য তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে চিঠিও লিখেছিলেন। কিন্তু তারপরেও কোন কাজ হয়নি। সেখানে টাওয়ার বসানোর কাজ শুরু হয়ে যায়। গত তিন🌳দিন ধরে চলছে সেখানে টাওয়ার বসানোর কাজ চলছে। এরপর আজ শনিবার সেখানে কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। কার্যত প্লাকার্ড হাতে নিয়ে তাঁরা কাজ বন্ধের দাবি জানান।
গ্রাম🌳বাসীদের বক্তব্য, গ্রামের বাইরে যেখানে খুশি ওই সংস্থাটি মোবাইল টাওয়ার বসাক। তাতে তাঁদের কোনও 💟আপত্তি নেই। কিন্তু তাঁরা চাইছেন যে লোকালয়ে কোনও টাওয়ার বসানো না হোক। এ নিয়ে বিডিওর কাছে এবং এমনকি থানাতেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাদের বক্তব্য লোকালে টাওয়ার বসালে সে ক্ষেত্রে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও জমির মালিক আক্রমুলের বক্তব্য, তিনি সবার কাছে অনুমতি নেওয়ার পরেই এখানে টাওয়ার বসানোর কাজ হচ্ছে। প্রধান থেকে শুরু করে বিডিও সকলেই অনুমতি দিয়েছেন। তাঁর বক্তব্য, যারা অভিযোগ করছে তাদের বাড়ি ২০০ থেকে ৪০০ মিটার দূরে। সমস্যা হওয়ার কোনও কথা নয়। ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি পাল্টাও অভিযোগ।